২৩ এপ্রিল, ২০২৪

SSC: শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ধৃত আরও এক মিডলম্যান, অভিযুক্ত সম্পর্কে পার্থের আত্মীয়
CN Webdesk      শেষ আপডেট: 2022-08-27 11:19:14   Share:   

শিক্ষক নিয়োগ (Teacher Recruitment) দুর্নীতি মামলায় সিবিআইয়ের (CBI Arrest) হাতে গ্রেফতার আরও এক মিডলম্যান প্রসন্ন রায়। এই অভিযুক্ত রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) ভাগ্নি জামাই। প্রসন্নকে, ধৃত প্রদীপ সিংয়ের মুখোমুখি বসিয়ে জেরা করার সম্ভাবনা। সিবিআই সূত্রে খবর, প্রদীপ সিংকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদ সূত্রে তদন্তকারী আধিকারিকরা জানতে পারেন প্রসন্নকুমার রায়ের সল্টলেক জিডি-২৫৩ ফ্ল্যাটে গাড়ি ভাড়ার দেওয়ার কাজ করতেন প্রদীপ। এরপরেই তদন্তকারীরা প্রসন্নকুমারকে গ্রেফতার করেন।

জানা গিয়েছে, নিউটাউনের বলাকা আবাসনে B-6 2/3-এ ফ্ল্যাট রয়েছে প্রসন্নর। পাশাপাশি কলকাতার লেদার কমপ্লেক্স থানার অধীনে অভিজাত ভিলা রয়েছে তাঁর। রাজারহাট ধারসাইয়ে রয়েছে বাগান বাড়ি-সহ একাধিক জমির খোঁজ মিলেছে তদন্তকারী আধিকারিকদের। তদন্তকারী আধিকারিকরা নিশ্চিত নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায় বিপুল অংকের টাকা সম্পত্তি ক্রয়ে ব্যবহার করা হয়েছে।

শুক্রবার প্রসন্নকে গ্রেফতারের পর রাখা হয়েছে নিজাম প্যালেসে। আজ তাঁকে প্রথমে নিয়ে যাওয়া হবে মেডিক্যাল টেস্টের জন্য। এরপর আলিপুরে সিবিআই এর বিশেষ আদালতে তোলা হবে তাঁকে।


Follow us on :