২৯ মার্চ, ২০২৪

CBI: গা ঢাকা দিয়েও রক্ষা হল না, চিটফান্ড-কাণ্ডে সিবিআই ধরল হালিশহরের পুরপ্রধানকে
CN Webdesk      শেষ আপডেট: 2022-09-02 19:43:05   Share:   

চিটফান্ড-কাণ্ডে (Chit Fund Case) এবার গ্রেফতার হালিশহর পুরসভার (Halisahar Municipality) চেয়ারম্যান রাজু সাহানি। শুক্রবার তাঁকে গ্রেফতার করেছে সিবিআই (CBI)। সন্মার্গ কো-অপারেটিভ চিটফান্ড মামলায় এই গ্রেফতার। রাজুর বাড়িতে তল্লাশি চালিয়ে এখনও পর্যন্ত (এই প্রতিবেদন প্রকাশিত হওয়া পর্যন্ত) ৬০ লক্ষ টাকা (Cash) উদ্ধার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। যদিও এই প্রসঙ্গে আনুষ্ঠানিক কোনও ঘোষণা নেই।

জানা গিয়েছে, নিউ টাউন এলাকা থেকে তাঁকে গ্রেফতার করেছে সিবিআই। হালিশহরের পুরপ্রধান রাজু বেশ কিছুদিন ধরে পুরসভার আসা বন্ধ করে দিয়েছিলেন। সিবিআই সূত্র খবর পায় কলকাতায় নিজের ফ্ল্যাটেই গা ঢাকা দিয়েছিলন তিনি। সূত্র মারফৎ সেই ফ্ল্যাটের সন্ধান পেয়ে অভিযান চালায় সিবিআই। সেখান থেকে উদ্ধার হয়েছে বিপুল আয় বহির্ভূত সম্পত্তি। এমনকি, ধৃত তৃণমূল নেতার থাইল্যান্ডেও ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশ মিলেছে। যদিও এই গ্রেফতারি প্রসঙ্গে তৃণমূল সরকারিভাবে কোনও প্রতিক্রিয়া জানায়নি। তবে, সিজিও কমপ্লেক্সে এবিষয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করা হলে তিনি জানান, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তদন্ত হতেই পারে।


Follow us on :