ব্রেকিং নিউজ
সেতু ভেঙে গেল জলের তোড়ে, দুর্ভোগ
Post By : সিএন ওয়েবডেস্ক
Posted on :2021-11-10 17:17:31
বাঁকুড়ার ১ নম্বর ব্লকের অন্তর্গত আচুরি গ্রাম। এই গ্রামের পাশ দিযে বয়ে গেছে যমুনা জোড়। বাদুলারা গ্রাম সহ অন্যান্য বেশ কয়েকটি গ্রামের সঙ্গে আচুরির যোগাযোগের জন্য ১ নম্বর পঞ্চায়েত সমিতির তরফে কয়েক লক্ষ টাকা ব্যয়ে দু'বছর আগে তৈরি করা হয় জোড়ের উপর সেতুটি । সম্প্রতি নিম্নচাপের জেরে জলের তোড়ে ভেঙে যায় সেতুটি। ফলে দুর্ভোগের মধ্যে পড়ে একাধিক গ্রাম। ভাঙা সেতু দিয়েই চলে ঝুঁকির পারাপার। যে কোনও মুহূর্তে ঘটতে পারে দুর্ঘটনা, আশঙ্কায় গাড়ির চালক থেকে নিত্যযাত্রীরা। বছর দুয়েক আগে তৈরি হওয়া সেতু এর আগেও একবার ভেঙেছে। ভাঙনের পর অস্থায়ীভাবে মেরামত করা হয় বলে অভিযোগ স্থানীয় এক গ্রামবাসীর। বড় গাড়ি চলাচল করার উপযোগী নয় এই সেতু। একেবারে পরিকল্পনাহীনভাবে তৈরি হয়েছে সেতুটি, দাবি আরও এক গ্রামবাসীর। ফলে ঘুরপথে যেতে হচ্ছে এলাকাবাসীকে, বলছেন স্থানীয় বাসিন্দা থেকে নিত্যযাত্রীরা। পঞ্চায়েত প্রধানের কাছে দ্রুত সেতু সংস্কারের দাবি গ্রামবাসীদের। প্রায় আট-দশটি গ্রামের মানুষ এই রাস্তা দিযে যাতায়াত করেন।
তবে সেতুর ভাঙন নিয়ে শুরু শাসক-বিরোধী তরজা। অন্যদিকে গত ১০০ বছরেও এমন বৃষ্টি হয়নি বলে জানান বাঁকুড়া জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ শিবাজি বন্দ্যোপাধ্যায়। বহু ক্ষয়ক্ষতি হয়েছে বাঁকুড়া জেলায়। খুব শীঘ্রই সেতু সংস্কার করা হবে বলে আশ্বাস পূর্ত কর্মাধ্যক্ষের। পাশাপাশি কজওয়েগুলির কোনও সংস্কার হয়নি, দাবি বিজেপি নেতা পার্থ কুণ্ডুর। সাম্প্রতিক বন্যায় ক্ষয়ক্ষতির জন্য বরাদ্দ কোটি টাকা কাটমানি আর ভাগ বাঁটোয়ারা হয়েছে, অভিযোগে সরব বিজেপি নেতা। শাসকদলের বিরুদ্ধে উন্নয়নের টাকা তছরূপের অভিযোগও এনেছেন তিনি। এমনকী শাসকদলের বিরুদ্ধে গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগে কটাক্ষ করতে ছাড়েননি ওই বিজেপি নেতা।
এলাকার ভুক্তভোগীদের বক্তব্য, এই কি এগিয়ে বাংলার উন্নয়নের চালচিত্র? ভাঙা সেতু সংস্কার কবে হবে, কবে নিশ্চিন্তে পারাপার করতে পারবেন নিত্যযাত্রী থেকে চালকরা, উঠছে প্রশ্ন। কিন্তু উত্তর অধরা।