গৃহবধূর আপত্তিকর ছবি নিয়ে ব্ল্যাকমেলের অভিযোগ উঠল প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদ করতে গেলে ওই গৃহবধূ সহ তাঁর মা ও ভাইকে বেধড়ক মারধর করে অভিযুক্ত ও তার পরিবার। ঘটনায় গৃহবধূ সহ তিনজন গুরুতর আহত হয়েছেন। ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনার কাশিপুর থানার বামুনিয়া এলাকার। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।
ঘটনার পর আহত অবস্থায় গৃহবধূ সহ তাঁর পরিবার কাশিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে। পুলিস এবং পরিবার সূত্রে খবর, বামুনিয়া গ্রামের রাহুল সর্দার নামে এক যুবক ওই গৃহবধূর বিয়ের আগের একটি ছবি নিয়ে বেশ কিছুদিন ধরে ব্ল্যাকমেল করছিল তাঁকে। এরপর আপত্তিকর ওই ছবি গৃহবধূ স্বামীর কাছেও পাঠিয়ে দেয় সে। আর এরপরই অশান্তি শুরু হয় গৃহবধূর পরিবারে।
গৃহবধূ জানান, ছবি নিয়ে কেন ব্ল্যাকমেল করছে, সেই কথা জানতেই রাহুলের বাড়ি যান তিনি ও তাঁর পরিবার। আর তাতেই ক্ষিপ্ত হয়ে রাহুল। ওই গৃহবধূকে মারধরের পাশাপাশি গৃহবধূর মায়ের মেরে মাথা ফাটিয়ে দেয় অভিযুক্ত। তাঁর ভাই রাহুলকে বাধা দিতে এলে তাঁকেও মারধর করে বলে অভিযোগ। এই ঘটনায় কাশিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তাঁরা।
কাশীপুর থানার পুলিস অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে। সমস্ত বিষয় খতিয়ে দেখছে পুলিস।