রবিবার বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির পদে আরও এক বছর মেয়াদ বেড়েছে মুকুল রায়ের। আর সোমবারই সেই পদ থেকে ইস্তফা দিলেন মুকুল রায়। শারীরিক কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন তিনি, এমনটাই সূত্রের খবর। অধ্যক্ষ বিমান বন্দোপাধ্যায়কে মেইল করে ইস্তফার কথা জানান মুকুল রায়। যদিও মুকুল রায়ের এই সিদ্ধান্তকে কটাক্ষ করেছে বিজেপি।
দলের মুখপাত্র শমীক ভট্টাচার্যের মন্তব্য, বেলাশেষে কেন এই সিদ্ধান্ত? গণতান্ত্রিক নিয়মনীতি মানে না তৃণমূল। তাই ওকে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান করেছিল। মুকুল রায় দলত্যাগ করায় আদালতে মামলাও হয়েছিল। ও যখন বিজেপিতে যোগ দিয়েছিল, তখন গদ্দার পোস্টার পড়েছিল রাজ্যে। সেই মুকুল রায়কেই আবার সমম্মানে গলায় মালা পরিয়ে তৃণমূলে ফেরানো হয়েছিল।
সিপিএম নেতা সুজন চক্রবর্তীর খোঁচা, দু'দিন আগে অধ্যক্ষ পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান পদে মুকুল রায়কে পুনর্বহাল করেছেন। তাহলে কি মুকুল রায় অধ্যক্ষের সিদ্ধান্তের বিরোধিতা করলেন? উনি কেন পদত্যাগ করেছেন একমাত্র বিধানসভার অধ্যক্ষই বলতে পারবেন।'