ব্রেকিং নিউজ
kenduli mela :করোনার দাপটে বন্ধ জয়দেব মেলা, মেলা বন্ধের সিদ্ধান্ত প্রশাসনের
Homestatekenduli mela :করোনার দাপটে বন্ধ জয়দেব মেলা, মেলা বন্ধের সিদ্ধান্ত প্রশাসনের
Post By : সিএন ওয়েবডেস্ক
Posted on :2022-01-07 18:31:13
বাদল-বাউল বাজায় রে একতারা, কিন্তু একতারা কি বাজবে এবার? জয়দেবের কেন্দুলি মেলা এ বছর বন্ধ ভিলেন করোনার সৌজন্য়ে। মেলা নিয়ে এমনই ঘোষণা প্রশাসনের।
জয়দেব-কেন্দুলি মেলা পশ্চিমবঙ্গের বীরভূম জেলার জয়দেব কেন্দুলি গ্রামের একটি ঐতিহ্যবাহী মেলা। প্রতি বছর মকর সংক্রান্তির দিন পুণ্যস্নানের মাধ্যমে এই ঐতিহ্যবাহী মেলা শুরু হয়। মেলাকে ঘিরে মানুষের মধ্যে এক উন্মাদনার সৃষ্টি হয়। অজয় নদের পাড়ে ছোট্ট গ্রাম জয়দেব কেন্দুলি। নদীর পাড়ে বাউল আখড়ায় বসে জমজমাট গানের আসর। প্রতিবছরই এই সময়টার অপেক্ষায় দিন গোনেন বাউলপ্রেমী মানুষ। মকরস্নানের দিন থেকেই শুরু হয়ে যায় গান-বাজনা, মেলা, উত্সব। কেন্দুলি গ্রামে গীতগোবিন্দের রচয়িতা কবি জয়দেবের জন্মস্থান। লক্ষ্মণসেনের সভাকবি ছিলেন তিনি। লক্ষ্মণসেনই এখানে রাধামাধব মন্দির প্রতিষ্ঠা করেন।
বৃহস্পতিবার রাজ্য সরকারের তরফে মেলা হওয়ার অনুমতি মিললেও, শুক্রবারই তা বাতিলের সিদ্ধান্ত নিতে হল রাজ্য সরকারকে। এই বছর হঠাৎ করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় মেলা করার কোনও ঝুঁকি নিচ্ছে না বীরভূম জেলা প্রশাসন। তবে মেলা না হলেও পুণ্যস্নান হবে বলেই জানা গেছে প্রশাসন সূত্রে। মকরের পুণ্যস্নানে অনুমতি দেওয়া হলেও জারি করা হবে কঠোর বিধি-নিষেধ।
জয়দেব মেলার উপরেই নির্ভর করে অর্থনীতির অনেকটা । বহু ব্যবসায়ী দু’পয়সা রোজগারের আশায় দূর দূরান্ত থেকে আসেন এই সময়ে। একটা মেলা অনেকের রুটিরুজির সংস্থান। ফলে মেলা বন্ধে হতাশ ব্য়বসায়ীরা। একটাই প্রশ্ন, পেট চলবে কী করে?
তবে অজয় নদের তীরে বাউল-ফকিরদের আখড়া হবে কীনা তা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। মেলা না হওয়ায় মন খারাপ পুণ্যার্থী থেকে শুরু করে স্থানীয় বাসিন্দা সহ বাউলদের। প্রাচীনত্ব ও জনপ্রিয়তার নিরিখে এই মেলা দেশের অন্যতম প্রধান মেলা হিসেবে পরিগণিত। সেই মেলা বন্ধে মন খারাপ সকলের।