বাবার কাছে বায়না ধরেছিলেন দামী বাইকের। হয়নি স্বপ্নপূরণ। তাই আত্মহননের পথ বেছে নিলেন বছর কুড়ির যুবক জনতা মার্ডি। দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের উদল গ্রামের ঘটনা।
বাবা চাষ-আবাদ করে সংসার চালান। দামী বাইক কেনার সামর্থ্য তাঁর নেই। তবুও ছেলের আবদারে মাথা পেতেছিলেন। বলেছিলেন, ধান ওঠানোর কাজ শেষ করে কিনে দেবেন। কিন্তু ছেলে ধৈর্য ধরেনি। জমিতে দেওয়ার বিষ খেয়ে আত্মঘাতী হন ওই যুবক। মৃত যুবক তার বাবার সঙ্গে কৃষিকাজ করতেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। আবদার না মেটানোয় ওই যুবক এই ঘটনা ঘটিয়েছে বলে জানান এলাকাবাসী।
রবিবার ওই যুবককে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে এলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। সোমবার দেহটি বালুরঘাট পুলিস মর্গে ময়নাতদন্তের জন্য আনা হয়।
কৃষিকাজ করা একটি পরিবারে আর্থিক স্বাচ্ছন্দ্য তেমন ছিল না। তবুও বাবা কথা রাখার চেষ্টা করেছিলেন। কিন্তু ছেলে কথা রাখল না। এই ঘটনায় সমাজবিদ, মনোবিদরা সামগ্রিক পরিস্থিতির বিচার বিশ্লেষণ করবেন। কিন্তু সমাজে এ ধরনের মৃত্যু রেখে গেল অনেক প্রশ্ন।