২০ এপ্রিল, ২০২৪

Puja: 'কোনও ডিএ বাকি নেই', পুজো অনুদান মামলায় কোর্টে দাবি রাজ্যের
CN Webdesk      শেষ আপডেট: 2022-09-06 18:29:30   Share:   

দুর্গাপুজোর (Durga Puja) অনুদান সংক্রান্ত মামলায় হাইকোর্টে (Calcutta High Court) হলফনামা দাখিল রাজ্যের। সেই হলফনামায় উল্লেখ রাজ্য সরকারের কোনও ডিএ (DA) বকেয়া নেই। বাজেট ঠিক হয়ে যাওয়ার পরেও খরচের অধিকার থাকে রাজ্যের হাতে। দুর্গাপুজোর সরকার ঘোষিত অনুদানের বিরোধিতায় দায়ের জনস্বার্থ (PIL) মামলায় এদিন এই দাবি করেছে রাজ্য। আগামিকাল এই মামলার পরবর্তী শুনানি। 

এদিনের শুনানিতে আবেদনকারী আইনজীবীর সওয়াল, 'স্থগিত করা হোক অনুদান দেওয়ার কাজ। এভাবে জনগণের টাকা নয়ছয় বন্ধ হোক।' রাজ্যের তরফে এজি জানান, 

২০২১-এর ২৫ সেপ্টেম্বর রাজ্য সরকার শেষ বিজ্ঞপ্তি জারি করেছিল। আর ২২ আগস্ট মুখ্যমন্ত্রী ঘোষণা করে অনুদান দেওয়ার প্রসঙ্গ ঘোষণা করেন। কিন্তু এখনও কোনও বিজ্ঞপ্তি জারি হয়নি। 

আবেদনকারীদের তরফে অপর এক আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, 'রাজ্য কোষাগার থেকে পূজা কমিটিদের টাকা দেওয়া হচ্ছে। প্রায় ফ্রি বিদ্যুৎ দেওয়া হচ্ছে। এই বিদ্যুতের বিল ঘুরপথে সাধারণ মানুষের থেকেই নেবে বিদ্যুৎ বন্টন সংস্থাগুলো। তাছাড়া প্রথম অনুদানের সময় সরকার বলেছিল সেভ ড্রাইভ সেফ লাইফের প্রচারের জন্য টাকা দেওয়া হচ্ছে। পরের দু'বছর কোভিডের জন্য টাকা দেওয়া হচ্ছে বলা হয়েছিল। এ বছর অনুদানের উদ্দেশ্য কিছু ঘোষণা হয়নি।' 

তাঁর সওয়াল, 'বাজেটে ঘোষণা ছাড়া সরকার এক পয়সাও খরচ করতে পারে না। গত বছর আদালত জানিয়েছিল অনুদানের টাকা জনস্বার্থে ব্যবহার করতে হবে। অর্থাৎ মাস্ক স্যানিটাইজার ইত্যাদি বিতরণ করতে হবে। কিন্তু রাজ্য বলছে এখনও বিজ্ঞপ্তি জারি হয়নি ।কিন্তু আমাদের কাছে তথ্য-প্রমাণ আছে যে, পুলিস ক্লাবগুলোকে ফোন করে ডেকে টাকা দিচ্ছে।' 

পাল্টা রাজ্যের তরফে বলা হয়েছে, যে কর্মের বিজ্ঞপ্তি জারি হল না, তা নিয়ে মামলা হল। ২০১৮ থেকে প্রতি বছর এই মামলা হয়েছে। কোনওবার অন্তর্বর্তী নির্দেশ দেয় না আদালত। কোনও ডিএ বাকি নেই। ২০০৯ অনুযায়ী কিছু বাকি নেই। মিড ডে মিলে কোনও কার্পণ্য হচ্ছে না। বৈদ্যুতিক ক্ষেত্রে রাজ্য অনুরোধ করেছে সিইএসসি এবং রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থা দেখবে। এই মামলা গ্রহণযোগ্য নয়।'

জানা গিয়েছে, এই মামলার পরবর্তী শুনানি বুধবার। 


Follow us on :