২৫ এপ্রিল, ২০২৪

Weather: এখনই ঠাণ্ডার কনকনে ভাব বিদায় নয়, জানুন রাজ্যের আগামি ৪৮ ঘণ্টার পূর্বাভাস
CN Webdesk      শেষ আপডেট: 2023-01-10 09:40:19   Share:   

আগামি ৪৮ ঘণ্টা কনকনে ঠাণ্ডা অনুভূত হবে বাংলায়। এই মুহূর্তে চলতি আবহাওয়ার কোনও বড় রদবদলের সম্ভাবনা নেই। দিন দুয়েক পর ধাপে ধাপে বাড়বে সবনিম্ন তাপমাত্রা। কিন্তু ঠাণ্ডা থাকবে জেলাগুলোতে। এমনটাই আবহাওয়া দফতর সূত্রে খবর। আপাতত ১৫ ডিগ্রির নিচে থাকবে কলকাতার তাপমাত্রা। ৪৮ ঘণ্টা পর ধীরে ধীরে বাড়বে পারদ সূচক।

জানা গিয়েছে, ১৪ জানুয়ারি পৌষ সংক্রান্তি। সেদিনও বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। বঙ্গোপসাগরে তৈরি হয়নি কোনও নিম্নচাপ। তাই আবহাওয়া শুষ্কই থাকবে। জানা গিয়েছে, সংক্রান্তির প্রাক্কালে সাগরে দিনের তাপমাত্রা ২৩ ডিগ্রি-২৫ ডিগ্রি আর রাতের তাপমাত্রা অবধি ১৩ থেকে ১৫ ডিগ্রি মতো থাকার সম্ভাবনা। সংক্রান্তির দিন গঙ্গাসাগরে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা।

উত্তরবঙ্গের যে পাঁচটি জেলা রয়েছে অর্থাৎ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কুচবিহার এবং আলিপুরদুয়ার এখানে ঘন কুয়াশার সম্ভাবনা। বাকি যে দুটি জেলা দুই দিনাজপুর আর মালদা ঘন কুয়াশা আর তার সঙ্গে থাকছে ঠাণ্ডার প্রকোপ।



Follow us on :