অব্যাহত নবান্ন বনাম রাজ্যভবন সংঘাত। শুক্রবার শহরের এক হোটেলে সাংবাদিক বৈঠকে রাজ্যে লগ্নি এবং জিটিএ-র অর্থ বরাদ্দ নিয়ে সরব হয়েছিলেন রাজ্যপাল। দীর্ঘদিন ধরে ক্যাগ অডিট বন্ধ এই দাবি করে দুর্নীতির প্রতিবাদ করেন জগদীপ ধনকর। তিনি বলেন, 'পশ্চিমবঙ্গ আমার হৃদয়ে রয়েছে। জ্ঞান সংস্কৃতি শিক্ষার জন্য আমার হৃদয়ে। কিন্তু বর্তমানে এটা নষ্ট হচ্ছে। ইনভেস্টমেন্ট নিয়ে এ রাজ্যে ভাবার প্রয়োজন রয়েছে। জিটিএ-তে ক্যাগ অডিট হচ্ছে না।'
এভাবেই প্রছন্ন দুর্নীতির মদতের অভিযোগে সরব ছিলেন রাজ্যপাল। তাঁর অভিযোগ, 'ক্যাগ অডিট হচ্ছে না। ১১ বছর ধরে আপনারা যে লগ্নি করছেন, তার অবশ্যই স্বচ্ছ প্রক্রিয়া হওয়া উচিৎ। এটার পরিবর্তন হওয়া উচিৎ, পরিবর্তন হবেই।' তাঁর দাবি, কলকাতা এখন সিটি অফ জয় নেই। সিটি অফ রিটিয়ার পিপল হয়ে গিয়েছে। রাজ্য এখন মাফিয়া আর সিন্ডিকেট রাজের আওতায় চলে গিয়েছে।'
তিনি জানান, জিটিএ নিয়ে মামলা চলছে। নির্বাচন হয়তো হবে, কিন্তু পরে অসাংবিধানিক কিছু বেরোলে নির্বাচন বাতিল করতে হবে। জিটিএ নিয়ে যদি সেন্ট্রাল অডিট হয়, তাহলে পাহাড় প্রমাণ দুর্নীতি ধড়া পড়বে পাহাড়ে। যদিও রাজ্যপালের এই অভিযোগের সমালোচনায় সরব তৃণমূল। শাসক দলের মন্তব্য, 'বিজেপিকে বাংলার মানুষ প্রত্যাখ্যাত করেছে। বাম জমানায় পাহাড় ছিল রক্তাক্ত, এখানে সেখানে গণতন্ত্র প্রতিষ্ঠা পাচ্ছে। এই কাজে বাধা দিচ্ছে বিজেপি।'
বলিউড পাহাড়ে এসে শ্যুটিং করে যাচ্ছে। সেসব ছবি দিক রাজ্যপাল। এদিন এভাবেই সরব ছিল তৃণমূল। রাজ্যপালের বিরুদ্ধে কুৎসা রটানোর অভিযোগ তুলে তৃণমূল শিবিরের মন্তব্য, 'সারা বাংলা মাথা উঁচু করে আছে, আর আপনি মাথা নিচু করছেন।'