০৫ অক্টোবর, ২০২৩

Dhankar: 'মানুষের মনে ভয়ের পরিবেশ', ফের খোঁচা রাজ্যপালের, পাল্টা লক্ষ্মণরেখা প্রসঙ্গ কুণালের
CN Webdesk      শেষ আপডেট: ০৫ অক্টোবর, ২০২৩   Share:   

বুধবারের পর বৃহস্পতিবার, ফের রাজ্য সরকারের বিরুদ্ধে সুর চড়ালেন রাজ্যপাল ধনকর। এদিন সল্টলেক সাইতে একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি। সেই অনুষ্ঠান থেকে বেড়িয়ে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দলের রাজ ভবনে আসা প্রসঙ্গে তাঁকে প্রশ্ন করা হয়। জবাবে রাজ্যপাল বলেন, 'এক জন সাংসদের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে করা মন্তব্যের প্রতিবাদ করে আমার কাছে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল এসেছিল। আমাকে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখতে বলেছে। আমি তাঁদের খতিয়ে দেখার আশ্বাস দিয়েছি।'

তবে রাজ্যপালের আরও মন্তব্য, 'রাজ্যে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। মানুষের মনে আতঙ্কের পরিবেশ। রবি ঠাকুর বলেছিলেন, চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির। কিন্তু বাংলায় বিপরীত চিত্র দেখা যাচ্ছে। তাই সমস্যা আগে খুঁজে বের করা দরকার, তারপর সমাধানের চেষ্টা করতে হবে। তোষামোদ, সাম্প্রদায়িক উসকানি এগুলো স্বচ্ছ প্রশাসনের প্রতিবন্ধকতা। আশা করব আমার বার্তা সরকার অবধি পৌঁছবে।'

এদিকে, তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন, 'রাজ্যপাল পদটি সাংবিধানিক পদ। তৃণমূল কংগ্রেস মনে করে রাজ্যপাল মানে রাজ্যের রাজ্যপাল। কিন্তু সাম্প্রতিক অতীতে দেখা গিয়েছে, বিজেপির পক্ষে পক্ষপাতদুষ্ট কাজ করছেন তিনি। সেই জায়গায় তৃণমূল কংগ্রেস প্রতিনিধি দল পাঠিয়ে দেখিয়েছে রাজ্যপাল সাংবিধানিক পদ। এবার উনাকে প্রমাণ করতে হবে উনি কাদের? অর্থাৎ বৈঠকের সময় রাজ্যপাল আর বৈঠকের পর ট্যুইটের রাজ্যপালের মধ্যে অসামঞ্জস্য দেখা যায়। উনার থেকে আমরা নিরপেক্ষতা আশা করি।'

পূর্বতন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠির প্রসঙ্গ তুলে কুণাল বলেন, 'আগের রাজ্যপাল বিজেপির ছিলেন, আরএসএস-র লোক ছিলেন। কিন্তু এত দূরত্ব, তিক্ততা হয়নি। সকালবেলা রাজভবন থেকে ট্যুইট করতে হয়নি। তাই এই রাজ্যপাল ভাবুন কোন জায়গায় গিয়ে উনি লক্ষ্মণের গণ্ডি পেরোচ্ছেন।'


Follow us on :