ব্রেকিং নিউজ
Maldah: বোমাকে বল ভেবে খেলতে গিয়ে বিস্ফোরণ, মালদায় জখম শিশু, মুখ্যসচিবকে দিল্লিতে তলব
HomestateMaldah: বোমাকে বল ভেবে খেলতে গিয়ে বিস্ফোরণ, মালদায় জখম শিশু, মুখ্যসচিবকে দিল্লিতে তলব
Post By : সিএন ওয়েবডেস্ক
Posted on :2022-05-13 21:19:52
মালদা বিস্ফোরণ-কাণ্ডে (Maldah Blast) পাঁচ শিশুর জখম হওয়ার ঘটনায় মুখ্যসচিবকে (Chief Secretary) দিল্লিতে তলব শিশু রক্ষা কমিশন (National Child rights Commission)। বোমাকে বল ভেবে খেলতে গিয়ে ২৪ এপ্রিল কালিয়াচকের গোপালনগরে গুরুতর আহত হয়েছিল ৫ শিশু। তাঁদের চিকিৎসা এবং ঘটনার তদন্তের গতিপ্রকৃতি জানতে মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে ডেকে পাঠিয়েছে জাতীয় শিশু অধিকার রক্ষা কমিশন। তাঁর সঙ্গে দিল্লি (Delhi) যাবেন রাজ্য পুলিশের এডিজি কে জয়রামণও। রাজ্য প্রশাসনের এই দুই কর্তা আগামী ২০ মে দিল্লিতে কমিশনের দফতরে সশরীরে হাজিরা দেবেন।
ঘটনার দিন এলাকায় একটি মাঠে খেলছিল জনা কয়েক শিশু। তারা বোমাকে বল ভেবেখেলতে শুরু করে। আর তাতেই ঘটে বিপত্তি এবং বিস্ফোরণ। আচমকা ফেটে যায় সেই বোমা। তার জেরে জখম হয় জনা পাঁচেক শিশু। তাদের দ্রুত চিকিৎসাধীন করা হয় মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে।
এরপরে ওই ঘটনায় ইংরেজবাজারের বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী জখম শিশুদের চিকিৎসায় গাফিলতিরও অভিযোগ জানান। একই সঙ্গে তিনি অভিযোগ জানান জাতীয় শিশু অধিকার রক্ষা কমিশনে। সেই অভিযোগের ভিত্তিতেই দ্বিবেদী এবং জয়রামণকে তলব বলে জানিয়েছে কমিশন।