আনিস খানের সমাধিস্থলে আগেই লাগানো হয়েছিল সিসি ক্যামেরা। পুলিস প্রহরা দিয়ে চলছিল কড়া নজরদারি। আজ এই সমাধিস্থল থেকেই দ্বিতীয়বার ময়নাতদন্তের জন্য তোলা হবে আনিসের দেহ। সকাল থেকে চলছে তারই প্রস্তুতি। প্রশাসন সূত্রে সকালে জানানো হয়েছিল, বেলা দশটা নাগাদ দেহ তুলে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হবে কলকাতার এসএসকেএম হাসপাতালে।
সেইমতো, সোমবার আনিসের দেহাবশেষ কবর থেকে তুলে দ্বিতীয়বার ময়নাতদন্তে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়। আনিসের বাড়িতে এসে পৌঁছন সিট-এর প্রতিনিধিরা। সেই দলে রয়েছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, বিএমওএইচ এবং সিট-এর প্রতিনিধিরা। তাঁরা আনিসের বাবা সালেম খানের সঙ্গে দেখা করেন। দ্বিতীয়বার ময়নাতদন্তের বিষয়ে কথা বলেন। পাশাপাশি আনিসের পরিবারের আইনজীবী ইমতিয়াজ আহমেদ আসেন আনিসের বাড়িতে। তিনিও আনিসের বাবার সঙ্গে দেখা করেন।
এরপর ধর্মীয় ও আইনি প্রক্রিয়া শুরু হয়। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট না আসা পর্যন্ত দেহ তোলার কাজ শুরু করা যাবে না বলে জানিয়ে দেন পরিবারের আইনজীবী। ফলে বিলম্বিত হয় দেহ তোলার প্রক্রিয়া।
তবে সমস্ত বিষয়টিই প্রশাসনের নজরদারির মধ্যে চলে। এদিন প্রচুর মানুষ কবরস্থানে জমা হন।