ব্রেকিং নিউজ
Mainaguri train accident ময়নাগুড়ির দুর্ঘটনাস্থল এখনও লোকারণ্য, করোনা সংক্রমণের শঙ্কা
HomestateMainaguri train accident ময়নাগুড়ির দুর্ঘটনাস্থল এখনও লোকারণ্য, করোনা সংক্রমণের শঙ্কা
Post By : সিএন ওয়েবডেস্ক
Posted on :2022-01-20 16:44:14
সম্প্রতি ময়নাগুড়িতে ঘটে গিয়েছে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। চোখের সামনে ঘটে যাওয়া সেই দুর্ঘটনার আতঙ্কের রেশ এখনও কাটেনি স্থানীয়দের। দুর্ঘটনার খবর পেয়ে প্রথমে উদ্ধার কাজে এগিয়ে আসেন স্থানীয়রাই। এমনিতেই সারা রাজ্যে করোনার তৃতীয় ঢেউয়ে বিপর্যস্ত জনজীবন। স্বভাবতই ফের করোনা সংক্রমণ ছড়ানোর আতঙ্কে ভুগছে ময়নাগুড়ির বাঘের ডাঙা গ্রাম, মৌয়ামারি এবং সংলগ্ন এলাকাগুলি।
ঘাতক ট্রেনে ভিন রাজ্যের বহু বাসিন্দা ছিলেন। দুর্ঘটনার খবর পেয়ে বহু মানুষ ছুটে এসেছিলেন দূরদূরান্ত থেকে। এখনও বহিরাগত মানুষরা আসছেন দুর্ঘটনাস্থল দেখতে। আবার সেখানে রেললাইনের সংস্কার কাজও চলছে। প্রায় হাজারখানেক কর্মী প্রতিদিন কাজ করছেন এখানে। তাঁরা অনেকেই বাইরে থেকে এসেছেন। সেখান থেকে করোনা সংক্রমণের আশঙ্কা থেকেই যাচ্ছে। এমনকী অনেকে একটু বাড়তি রোজগারের আশায় দোকান, পসরা নিয়েও বসেছেন। সব মিলিয়ে এইসব কারণেই সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কায় এলাকাবাসী। তাঁদের দাবি, এলাকা স্যানিটাইজ করতে হবে। পাশাপাশি করোনা পরীক্ষার শিবির বসানোর দাবিও জানিয়েছেন তাঁরা।
করোনা সংক্রমণ ছড়ানোর আশঙ্কা থাকছেই, স্বীকার করলেন স্থানীয় পঞ্চায়েত সদস্য নমিতা রায়। বিডিওকে জানাবেন বলে জানান তিনি। এছাড়া ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতির সহ সভাপতি ঝুলন স্যানাল জানিয়েছেন, ময়নাগুড়ির বিডিও এবং ব্লক স্বাস্থ্য আধিকারিকের সঙ্গে কথা বলবেন এই বিষয়ে।