ব্রেকিং নিউজ
Accident: বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায়, মৃত ১, জখম ৩০
HomestateAccident: বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায়, মৃত ১, জখম ৩০
Post By : সিএন ওয়েবডেস্ক
Posted on :2021-12-19 15:35:07
শিলিগুড়ি মহকুমার পশ্চিম মাদাতি টোলগেটের সামনে একটি যাত্রীবোঝাই বেসরকারি বাস দুর্ঘটনার কবলে। ভয়াবহ দুর্ঘটনায় মৃত ১, আহত ৩০ জন।
জানা যায়, রবিবার শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়া ব্লকের পশ্চিম মাদাতি টোলগেটের সামনে নিয়ন্ত্রণ হারায় ওই যাত্রীবোঝাই বাসটি। রবিবার সকালে যাত্রীবাহী বাসটি রায়গঞ্জ থেকে শিলিগুড়ির দিকে যাচ্ছিল। এরপরই ওই জায়গায় একটি পিকঅ্যাপ ভ্যান ও স্কুটিকে দ্রুত গতিতে সজোরে ধাক্কা মারে। দুমড়ে মুচড়ে যায় পিকঅ্যাপ ভ্যান ও স্কুটি। ঘটনায় সেখান থেকে ৫০০ মিটার দূরে এক মহিলা যাত্রী বাস থেকে পড়ে যান। বাসের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় তাঁর। এরপরই বাসটি কিছু দূর গিয়ে থেমে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ঘোষপুকুর ফাঁড়ি ও বিধাননগর থানার পুলিস।
পুলিস গিয়ে আহতদের উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়। এই ঘটনার ফলে বেশ কিছুক্ষণ যানজটের সৃষ্টি হয় টোলগেটের সামনের রাস্তায়। যদিও পুলিসি তৎপরতায় যানজট নিয়ন্ত্রণে আসে। দুর্ঘটনাগ্রস্ত বাসটি উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিস।
এই বিষয়ে বাসে থাকা আহত এক যাত্রী জানান, তিনি বাসের চালকের পাশের সিটেই বসে ছিলেন। হঠাৎই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। বাসের চালক অনেক চেষ্টা করেও নিয়ন্ত্রণে আনতে পারেননি বাসটিকে। বাসের ব্রেক ফেল হয়েই এই দুর্ঘটনা বলে জানান তিনি। রাস্তায় বেশ কয়েকবার একাধিক যানবাহনকে ধাক্কা মারে বাসটি। বাস থেকে একজন পড়ে গেলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। বাসে থাকা বেশিরভাগ যাত্রীই আহত হন। কারও মাথা ফেটেছে, তো কারও হাত পায়ে লেগেছে। তিনিও চোট পান কপালে।
খবর পেয়ে ফাঁসিদেওয়ার বিধায়ক দুর্গা মুর্মু দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন এবং আহতদের তড়িঘড়ি উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। গোটা ঘটনা খতিয়ে দেখছে বিধাননগর থানার পুলিস।