দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের মাতলা ব্রিজে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক মৎস্য ব্যবসায়ীর। জানা যায়, ক্যানিং থেকে প্রতিদিন বাসন্তী থানার হাড়ভাঙি বাজারে মাছ নিয়ে বিক্রি করেন ওই ব্যক্তি। রবিবার ভোররাতে প্রতিদিনের মতো ক্যানিং বড়বাজার থেকে মাছ কিনে ফিরছিলেন তিনি। মাতলা ব্রিজের উপর দিয়ে যাওয়ার সময় ওই ব্যক্তি দুর্ঘটনার কবলে পড়েন। মৃতের নাম ভোলা রউত। বছর চল্লিশের ওই যুবকের ঘটনাস্থলেই মৃত্যু হয়। তবে ঘাতক গাড়ি পলাতক।
স্থানীয় মানুষের অভিযোগ, নিরাপত্তার অভাবের কারণেই এই দুর্ঘটনা। এই ব্রিজে প্রায়শই ঘটে চলেছে বড়সড় দুর্ঘটনা। পুলিসকে বারবার অভিযোগ জানিয়েও কোনও লাভ হয়নি। অবিলম্বে ক্যানিংয়ের মাতলা ব্রিজে সিসিটিভি ক্যামেরা বসানো হোক। আরও নিরাপত্তা বাড়ানো হোক মাতলা ব্রিজে। যাতে এই ধরনের পথ দুর্ঘটনা ভবিষ্যতে আর না ঘটে, এমনটাই দাবি স্থানীয়দের। তাঁরা জানান, সিসিটিভি ক্যামেরা বসানো হলে জানা যাবে, আদতে কোন গাড়ির সঙ্গে এই ঘটনা ঘটছে। সহজেই ঘাতক গাড়িটিকে ধরা যাবে।
খবর পেয়ে ক্যানিং এবং বাসন্তী থানার পুলিস যৌথ উদ্যোগে দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে যায়। পুলিস সূত্রে খবর, কোনও গাড়ি আচমকাই ধাক্কা মারায় দুর্ঘটনা ঘটেছে। তবে পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে আশ্বাস দেয় পুলিস। ঘটনায় মৃতের পরিবার সহ এলাকায় নেমেছে গভীর শোকের ছায়া।