উত্তরবঙ্গে বর্ষা ঢুকলেও, দক্ষিণবঙ্গে এখনই অস্বস্তি কমছে না। স্পষ্ট জানিয়ে দিয়েছে আবহাওয়া অফিস। গোটা বাংলাজুড়েই গরমের দাপট, বেলা বাড়ার সঙ্গেই মাথার উপর সূর্যের গনগনে আঁচ। এই আবহাওয়ায় মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রীর কর্মিসভায় এসে অসুস্থ হয়ে পড়ে এক কিশোরী। মঙ্গলবার মায়ের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতা শুনতে এসেছিল সেই কিশোরী, কিন্তু গরমে ঘটে যায় বিপত্তি।
আলিপুরদুয়ার হেলিপ্যাড গ্রাউন্ডের মূল মঞ্চের ডান দিকে সংজ্ঞাহীন হওয়ার মতো অবস্থা হয় সেই কিশোরীর। সেই খবর কানে পৌছয় মুখ্যমন্ত্রীর। বক্তৃতা দিতে দিতেই মঞ্চের ডান দিকে এসে সেই কিশোরীর মায়ের উদ্দেশে জলের বোতল ছুঁড়ে দেন মুখ্যমন্ত্রী। নির্দেশ দেন প্রাথমিক চিকিৎসার।
অস্বস্তি যাতে আর না বাড়ে, তিনি সংক্ষিপ্ত করেন বক্তৃতা এবং বলেন, 'প্রবল গরম ও রোদে ডিহাইড্রেশনের জন্য এরকমটা হতে পারে'। সভা শেষে ওই কিশোরী আর তার মাকে মঞ্চে ডেকে পাঠান মুখ্যমন্ত্রী। কিশোরীর চোখে-মুখে জল দিয়ে, জল খাইয়ে সেবা করতেও দেখা গিয়েছে মুখ্যমন্ত্রীকে। কিছুক্ষণ পর সেই কিশোরী একটু সুস্থ বোধ করলে মঞ্চ ছাড়েন তিনি।