২০ এপ্রিল, ২০২৪

Murshidabad: চাকরি পেতে ৭ লক্ষ টাকা দিয়েও কর্মহীন, আত্মঘাতী টেট উত্তীর্ণ প্রতারিত যুবক
CN Webdesk      শেষ আপডেট: 2022-09-30 18:34:00   Share:   

চাকরির (job) নামে লক্ষ লক্ষ টাকা (money) প্রতারণা। অবশেষে বাধ্য হয়ে কীটনাশক খেয়ে আত্মঘাতী (suicide) এক টেট (TET) উত্তীর্ণ যুবক। আত্মঘাতী যুবক মুর্শিদাবাদের (Murshidabad) লালগোলার সারপাখিয়া এলাকার বাসিন্দা। তাঁর এমন সিদ্ধান্তে হতবাক পরিবার সহ স্থানীয়রা। শোকের ছায়া পরিবারে।

পরিবার সূত্রে খবর, আব্দুর রহমান নামের টেট উত্তীর্ণ যুবক সাড়ে ৭ লক্ষ টাকা প্রাইমারী চাকরির জন্য দেন। টাকা দিয়েও চাকরি না পাওয়ায় প্রতারিত হয়ে গত মঙ্গলবার মাঠে কীটনাশক খেয়ে আত্মঘাতী হন তিনি। পরিবারের লোকজন পুলিসকে খবর না দিয়েই কবরস্থ করে দেয় তাঁর দেহ। সেই মৃতদেহ আদালতের নির্দেশে শুক্রবার কবর থেকে তুলে ময়নাতদন্ত করা হয় লালবাগ মহকুমা হাসপাতালের মর্গে।

পরিবারের অভিযোগ এবং মৃতের কাছ থেকে পাওয়া সুইসাইড নোটের ভিত্তিতে লালগোলা থানার পুলিস রেহেসান সেখ নামের সাগরদীঘির এক যুবককে গ্রেফতার করে। আদালতের নির্দেশে ধৃতকে ১০ দিনের পুলিসি হেফাজতে নিয়েছে লালগোলা থানার পুলিস। 


Follow us on :