ফের ধর্ষণ করে খুনের অভিযোগ। দেগঙ্গার বেড়াচাঁপা ১ নং পঞ্চায়েতের নন্দীপাড়ায় একটি চাষের জমিতে এক মহিলার বিবস্ত্র দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। দেহের পাশে গ্লাস, প্লেট, পান মশলার প্যাকেট উদ্ধার। প্রাথমিক অনুমান, খাবারের সঙ্গে কিছু মিশিয়ে বেঁহুশ করে তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী এলাকা ঘিরে দিয়েছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওই মহিলাকে ধর্ষণ করে খুন করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, তাঁকে শারীরিক অত্যাচার করে মারা হয়েছে। এখনও পর্যন্ত মহিলার কোনও পরিচয় জানা যায়নি। মহিলার চেনাপরিচিত ব্যক্তিরা যুক্ত আছে বলে অনুমান। মদ্যপান করে শারীরিক অত্যাচার করে খুন করা হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।
খুনের মামলায় রুজু করে তদন্ত শুরু করেছে পুলিস।