নৃশংস ঘটনা! সুদের টাকা না দিতে পারায় এক মহিলাকে মারধর এবং তাঁর বাড়ি ভাঙচুরের ঘটনায় জেঠিয়া থানা (police station) গ্রেফতার করে এক সিভিক ভলান্টিয়ারকে (civic volunteer)। ঘটনায় আতঙ্কের (panic) পরিবেশ উত্তর ২৪ পরগণার (North 24 parganas) কাপা এলাকায়। ধৃতের সঠিক শাস্তির দাবি জানিয়েছেন নির্যাতিতা-সহ এলাকাবাসী।
জানা যায়, ধৃত ওই সিভিক ভলান্টিয়ারে নাম প্রমোদ সাউ। শুক্রবার কাপা এলাকার বাসিন্দা পুজা চৌধুরীর উপর আচমকাই চড়াও হয় ওই সিভিক পুলিস। তাঁর অভিযোগ, সিভিক পুলিস প্রমোদ সাউ-এর কাছ থেকে ৯০০০ টাকা ধার নিয়ে ছিলেন ১০ শতাংশ সুদে। মূলত লকডাউনের সময় প্রমোদ সাউ-এর কাছ থেকে এই টাকা ধার নিয়ে ছিলেন পুজা দেবী। তবে পুজা দেবীর দাবি, এর মধ্যে ৬০০০ টাকা ইতিমধ্যেই পরিশোধ করে দিয়েছেন তিনি। বাকি ৪০০০ টাকা ধীরে ধীরে পরিশোধ করবেন বলেও জানিয়েছিলেন। কিন্তু শুক্রবারই পুজা চৌধুরীর বাড়িতে চড়াও হয় ধৃত সিভিক পুলিস। এরপর রাতেই পুজা দেবীকে বেধড়ক মারধর করে প্রমোদ। পুজা দেবীর পা ভেঙে দেয় বলেও অভিযোগ।
তবে ধৃত ওই সিভিক ভলান্টিয়ারে দাদাগিরিতে ক্ষুব্ধ এলাকার বাসিন্দারা। এই ঘটনায় অস্বস্তিতে ব্যারাকপুর পুলিস কমিশনারেট।