ফের ধর্ষণকাণ্ড (rape case)। এবার এক মানসিক ভারসাম্যহীন মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠল দুই দুষ্কৃতীর বিরুদ্ধে। ঘটনাটি উত্তর দিনাজপুর জেলার চোপড়া (chopra) থানার কাঁচাকালি এলাকার একটি চা বাগানের। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় চোপড়া থানার পুলিস (chopra police station)। পুলিস ওই ভারসাম্যহীন মহিলাকে হাসপাতালে (hospital) পাঠিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে ওই মহিলাকে চা বাগান থেকে বেরোতে দেখেন স্থানীয় এক যুবক। তিনি মনে করেছিলেন, চা বাগানের শ্রমিক হবে। তারপর তিনি বাড়ি চলে যান। মঙ্গলবার সকালে স্থানীয় বাসিন্দারা ওই মহিলাকে বস্ত্রহীন অবস্থায় দেখতে পেয়ে সন্দেহ হয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওই ভারসাম্যহীন মহিলাকে ধর্ষণ করা হয়েছে। খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় বাসিন্দা ও স্থানীয় তৃণমূল নেতৃত্ব ঘটনাস্থলে ছুটে আসে। ওই মহিলাকে জিজ্ঞাসা শুরু করলে ধর্ষণের বিষয়টি উঠে আসে। যেখানে ওই মহিলা ধর্ষণ করা হয়েছে, সেই জায়গা নিজে দেখিয়ে দেন। সেখানে তাঁর শরীরে থাকা কাপড় পরে রয়েছে দেখতে পান স্থানীয়রা।
যারা ওই মানসিক ভারসাম্যহীন মহিলার সঙ্গে এই ঘটনা ঘটিয়েছে, তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় চোপড়া থানার পুলিসকে। পুলিস ঘটনাস্থলে এসে স্থানীয় তৃণমূল নেতৃত্ব ও গ্রামবাসীদের সঙ্গে কথা বলে। পাশাপাশি ঘটনাস্থল পরিদর্শন করে দেখে। পুলিস সূত্রে জানা গেছে, একজন ভারসাম্যহীন মহিলাকে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। তাঁর শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিস।