আগ্নেয়াস্ত্র ও কার্তুজ সহ গ্রেফতার ৫৫ বছর বয়সী এক মহিলা। তিনটি ৭ এমএম পিস্তল, ৬ টি ম্যাগজিন ও ২০ টি কার্তুজ সহ এক মহিলাকে গ্রেফতার করল এসটিএফ এবং ফরাক্কা থানার পুলিস। ধৃত ওই মহিলার নাম মর্জিনা বিবি। তার বাড়ি মালদহ জেলার কালিয়াচক থানার বামনতলা এলাকায়।
গোপন সূত্রে খবর পেয়ে পুলিস ওই অস্ত্র পাচারকারীকে ধাওয়া করে। বুধবার রাতে নিউ ফরাক্কা ৩৪ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন এলাকার এনটিপিসি মোড়ে ত্রিমোহনীর জি কেবিনের কাছ থেকে মর্জিনা বিবিকে গ্রেফতার করা হয়। তবে ফরাক্কা পুলিস সূত্রে জানা গেছে, বিহারের ভাগলপুর থেকে ট্রেনে আগ্নেয়াস্ত্রগুলি নিয়ে এসেছিল মর্জিনা। তারপর ওই অস্ত্রশস্ত্র বিভিন্ন জায়গায় বিক্রির ছক কষেছিল সে। সেই কারণে এসেছিল সড়কপথে। বৃহস্পতিবারই মহিলাকে জঙ্গিপুর মহকুমা আদালতে পাঠানো হয়। ধৃতকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবেন পুলিস আধিকারিকরা।
এই আগ্নেয়াস্ত্রগুলি কার থেকে নিয়েছিল ওই মহিলা, তা তদন্ত করে দেখছে ফরাক্কা থানার পুলিস।
পাশাপাশি কাদের কাছে এতদিন অস্ত্র বিক্রি করত মর্জিনা? মর্জিনা বিবির সঙ্গে অস্ত্র কারবারে আর কারা জড়িত ছিল? সবটাই খতিয়ে দেখছে পুলিস।