আগামি কয়েকদিন উত্তর ভারতজুড়ে (North India) পশ্চিমী ঝঞ্ঝার জেরে বাধাপ্রাপ্ত শীতের লম্বা ব্যাটিং। এই পশ্চিমী ঝঞ্ঝার জেরে উত্তর-পশ্চিম ভারতে বৃষ্টিপাতের (Rain Forecast) সম্ভাবনা। এদিকে বাংলার রাত এবং দিনের তাপমাত্রা সাধারণের থেকে তিন-চার ডিগ্রি উপরে ছিল। আর এই মুহূর্তে এক-তিন ডিগ্রি তাপমাত্রা (Temperature) বাড়ার সম্ভাবনা রয়েছে শহর কলকাতা এবং দক্ষিণবঙ্গে।
সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রির কাছাকাছি পৌঁছনোর সম্ভাবনা। আর রাতের তাপমাত্রা অর্থাৎ সর্বনিম্ন তাপমাত্রা ১৭-র কাছাকাছি রয়েছে। আপাতত ২৭ জানুয়ারি পর্যন্ত জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই। এমনটাই আবহাওয়া দফতর সূত্রে পূর্বাভাস।
পাশাপাশি আগামী পাঁচ দিন পরিষ্কার এবং শুষ্ক আবহাওয়া থাকবে রাজ্যে। কুয়াশার দাপট বজায় থাকবে। আবহাওয়া দফতর সূত্রে খবর, শীতের শেষ কামড় ঠিক কবে, এই মুহূর্তে সেটা বলা যাচ্ছে না। তবে মাঘের শেষে ফের জাঁকিয়ে ফিরতে পারে শীত। এমনটাই আবহাওয়া দফতরের পূর্বাভাস।