২৫ এপ্রিল, ২০২৪

Weather: এখনও সেই কনকনে আমেজ নেই বাংলায়! শীত নিয়ে কী বলছে আবহাওয়া অফিস
CN Webdesk      শেষ আপডেট: 2022-11-11 09:21:11   Share:   

বাংলায় শীত (Winter in Bengal) কবে, এই নিয়ে এখনও স্পষ্ট কিছু জানায়নি হাওয়া অফিস (Weather Office)। কিন্তু সকালে রোদের একটা তেজ থাকলেও, রাত বাড়লে ঠাণ্ডা আমেজ রাজ্যজুড়ে। তবে সেভাবে এখনও গরমের পোশাক দেরাজ থেকে বের করেনি বাঙালি। আলিপুর হাওয়া অফিস সূত্রে খবর, আগামী সপ্তাহ থেকে শহর কলকাতায় (Kolkata Weather) হালকা শীতের আমেজ। তবে জেলাগুলিতে এখনই অনেকটাই নেমেছে তাপমাত্রা। ভোরের দিকে কুয়াশাচ্ছন্ন থাকলে, সকাল বাড়তেই রোদের আনাগোনা। তবে উত্তর-পূর্ব মৌসুমি বায়ু পুরোপুরি কবে থেকে ঠাণ্ডাকে ডেকে আনবে, এখনও স্পষ্ট নয়।

আবহাওয়া পূর্বাভাসে বলা, শনিবার পর্যন্ত সব জেলার আবহাওয়া শুকনো থাকবে। দক্ষিণবঙ্গে কোথাও কোনও বৃষ্টির পৃর্বাভাস নেই, তবে দার্জিলিং এবং কালিম্পংয়ে হালকা বৃষ্টির পূর্বাভাস। সোমবার থেকে বদলাতে পারে রাতের তাপমাত্রা। অন্তত ২-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমার সম্ভাবনা। জানা গিয়েছে রবিবার পর্যন্ত, কলকাতা ও আশপাশের এলাকার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩০ ও ২১ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে, যা স্বাভাবিকের নিচে। আপেক্ষিক আর্দ্রতা ৯০-৯৫%-র মধ্যে ঘোরাফেরা করবে। 


Follow us on :