আষাঢ়ে তেমন বৃষ্টি পায় নি দক্ষিণবঙ্গ(south bengal)। এখন শ্রাবণের দিকে তাকিয়ে রাজ্যবাসী। মেঘ রোদের খেলায় চড়া গরমে নাকাল দক্ষিণবঙ্গের মানুষ। ছিটেফোঁটা বৃষ্টিতে কমছে না উত্তাপ, বরং বাড়ছে অস্বস্তি। তবে কলকাতাসহ দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। মৌসুমী অক্ষরেখার প্রভাবেই বৃষ্টির সম্ভাবনা । আবহাওয়া দফতর সূত্রে খবর, মৌসুমী অক্ষরেখা বালুরঘাটের ওপর দিয়ে গেছে। আজ থেকে তা ক্রমশ নীচের দিকে নামবে। এর প্রভাবেই বৃষ্টির(rain) সম্ভাবনা থাকছে। ৩ অগাস্ট বুধবার সকালের মধ্যে কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। সবকটি জেলারই কোথাও না কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও আপাতত তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই।
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও (North Bengal) ভারী বৃষ্টি চলবে। দার্জিলিং জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার এই তিন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ(thunder storm) অতি ভারী বৃষ্টি হতে পারে। ৩ অগাস্ট বুধবার সকালের মধ্যে এই জেলাগুলিতে কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে। আগামী পাঁচ দিন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে দিনের তাপমাত্রার পরিবর্তনের তেমন কোনও সম্ভাবনা নেই।
কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। বজ্রবিদ্যুৎ সহ দু-এক পশলা মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। তাপমাত্রা ও বাতাসে জলীয় বাষ্প বেশি তাই আর্দ্রতাজনিত(humidity) অস্বস্তিও থাকবে। উত্তরবঙ্গে বৃষ্টি টানা হলেও, দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি ছাড়া তেমন প্রবল বর্ষণ এখনও হয়নি।