স্কুল বন্ধে (School Closed) রাজ্যের নির্দেশিকাকে (Govt Order) চ্যালেঞ্জ করে মামলা হাইকোর্টে। সেই মামলায় রাজ্যের কাছে হলফনামা (Affidavit) তলব করল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ (Division Bench)। হলফনামায় জানাতে হবে, রাজ্য স্কুল খোলা নিয়ে কী সিদ্ধান্ত নিচ্ছে। পরবর্তী শুনানি ২০ মে।
আবেদনকারী পক্ষের আইনজীবী বলেন, রাজ্য সরকার একটা বিজ্ঞপ্তি জারি করল। বলল, গরম বাড়ছে। তার জন্য স্কুলে ছুটি। কিন্তু আবহাওয়া দফতর জানাচ্ছে, আপাতত আর্ গরমের সম্ভাবনা নেই। সাম্প্রতিক আমরা বৃষ্টি দেখছি। আবহাওয়াও ঠান্ডা। স্কুলে গরমের ছুটি পড়েনি। কিন্তু স্কুল বন্ধ করে রাখা হয়েছে। শিক্ষা ব্যবস্থার কঙ্কালসার অবস্থা। কলেজের ক্ষেত্রেও ছুটি।
রাজ্য উত্তরে জানায়, যখন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তখন আবহাওয়া দফতর বলেনি, বৃষ্টি হবে, তাপমাত্রা কমবে। কিছুদিনের মধ্যেই গরমের ছুটি পড়ার কথা ছিল। এটা স্থায়ী বিজ্ঞপ্তি নয়।