২৯ মার্চ, ২০২৪

Weather: কবে পড়বে জাঁকিয়ে শীত? একনজরে দুইবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস
CN Webdesk      শেষ আপডেট: 2022-11-29 09:42:39   Share:   

নভেম্বর শেষ, এবার জাঁকিয়ে পড়বে ঠান্ডা (winter) এমনই ভাবছেন শহরবাসী। তবে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে যেভাবে ঠান্ডা পড়েছিল আপাতত তা আর নেই এবঙ্গে। সোমবার পর্যন্ত দেখা মেলেনি উত্তুরে হাওয়ার। শহরের তাপমাত্রাও (temperature) কিছুটা উর্দ্ধমুখী। উত্তরবঙ্গের (North Bengal) তাপমাত্রা কমের দিকে থাকলেও দক্ষিণবঙ্গের (South Bengal) ক্ষেত্রে ধীরে ধীরে বাড়ছে। আপাতত এই আবহাওয়াই জারি থাকবে আগামী ৪৮ ঘণ্টা, জানিয়েছে হাওয়া অফিস। 

আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Meteorological Department) পূর্বাভাসে উত্তরবঙ্গের জেলাগুলির ক্ষেত্রে বলা হয়েছে,  আগামী ৪৮ ঘণ্টা অর্থাৎ বৃহস্পতিবার সকাল পর্যন্ত উত্তরবঙ্গের সবকটি জেলার আবহাওয়া পরিষ্কার থাকবে। কোথাও বৃষ্টির (rain) কোনও পূর্বাভাস নেই। তাপমাত্রা কমারও কোনও পূর্বাভাস নেই। 

এদিকে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে জানানো হয়েছে, আগামী ৪৮ ঘণ্টা একই আবহাওয়া জারি থাকে দক্ষিণবঙ্গে। তবে বেশ কিছু জায়গায় তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। আগামী ৪৮ ঘণ্টায় অর্থাৎ বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের আবহাওয়ার তেমন কোনও পরিবর্তন হবে না। উত্তরবঙ্গের মতোই দক্ষিণবঙ্গেও আগামী ৫ দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের রাতের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই।

অন্য়দিকে কলকাতা (kolkata) ও আশপাশের এলাকার পরবর্তী ২৪ ঘণ্টায় আকাশ পরিষ্কার থাকাবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩০ ও ১৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। 


Follow us on :