২৫ এপ্রিল, ২০২৪

Durgapur: পাইপ ফেটে বেড়িয়ে চলেছে জল, উদাসীন প্রশাসন! জলসঙ্কট নিয়ে উদ্বেগে স্থানীয়রা
CN Webdesk      শেষ আপডেট: 2022-11-05 14:15:15   Share:   

জলের পাইপ লাইন (pipe line) ফেটে বিপত্তি। এক-আধ দিন নয়, টানা একমাসের ওপর পাইপ লাইন ফেটে প্রতিনিয়ত জল (water) বেড়িয়ে যাচ্ছে। একদিকে যখন শহরের একাংশে জল সংকট রয়েছে, তখন শহর দুর্গাপুরের (Durgapur) বুকে এমন ছবিতে ফের প্রশ্ন উঠলো নাগরিক পরিষেবার মান নিয়ে। ঘটনাস্থল দুর্গাপুরের সিটি সেন্টারের (City Center) অদূরে জহরলাল নেহুরু এভিনিউয়ের রাস্তা।

পানীয় জলের তীব্র হাহাকার, কোথাও পাইপ লাইন বসেছে তো জলের সংযোগ জোড়েনি আবার কোথাও বা পানীয় জলের ভরসা বলতে একমাত্র রাস্তার কল ছাড়া বিকল্প কোনও ব্যবস্থা নেই। আবার কোথাও কোথাও দুটোর কোনওটাই নেই। অনেক দূর থেকে হয় জল নিয়ে আসতে হয়। নচেৎ জল কিনে খেতে হয় স্থানীয়দের।

স্থানীয়রা জানান, শহরের বেসরকারি এক ইংরেজি মাধ্যম স্কুলের ঠিক মূল গেটের সামনে টানা একমাস ধরে মাটির তলাতে থাকা জলের পাইপ ফেটে বিপত্তি বেঁধে বসে রয়েছে। দিনের সময় সেই পাইপ দিয়ে জল বেড়িয়ে যায়, অথচ তাপ উত্তাপ নেই কারও। মাত্র এক থেকে দু কিলোমিটার দূরেই রয়েছে দুর্গাপুর নগর নিগম। একই দূরত্বে রয়েছে সরকারি অনেক দফতর। কিন্তু হুঁশ নেই কারও, ফলে পাইপের ফেটে যাওয়া অংশ দিয়ে প্রতিনিয়ত জল বেড়িয়ে যাচ্ছে। আর মাঠ দিয়ে সেই জল বেয়ে গিয়ে পড়ছে সামনের নালাতে।

প্রশ্ন উঠেছে, শহরের প্রাণকেন্দ্র সিটি সেন্টারের অদূরে এমন ঘটনা ঘটলেও নির্বিকার সবাই। পথচলতি মানুষজনের অভিযোগ, যেখানে জলের অপর নাম জীবন সেখানে সেই জীবন নিয়ে চলছে ছিনিমিনি। বেশ কয়েক বছর আগে দুর্গাপুর ব্যারেজ এর লকগেট ভেঙে বিপত্তি বেঁধেছিল। জলের হাহাকার শুরু হয়েছিল দুর্গাপুর জুড়ে। যে জলের সংকট মোকাবিলা করতে গিয়ে হিমশিম খেতে হয়েছিল জেলা প্রশাসনকে। কিন্তু এতকিছুর পরও হুঁশ ফেরেনি নগর প্রশাসনের প্রশাসনিক কর্তাদের। 


Follow us on :