অবশেষে দক্ষিণবঙ্গবাসীর জন্য সুখবর। বর্ষার প্রথম থেকেই বৃষ্টির ঘাটতি ছিল দক্ষিণবঙ্গে। আগামী ২৪ ঘণ্টা দক্ষিণবঙ্গে (South Bengal) ভারী বর্ষণের (Rainfall Forecast) ইঙ্গিত দিল আলিপুর আবহাওয়া দফতর। কলকাতা (Kolkata) সহ পার্শ্ববর্তী অঞ্চলে রবিবার রাত থেকেই বৃষ্টিপাত শুরু হয়েছে। ঘূর্ণাবর্তের জেরে হাওয়া বদল (Weather)। এর ফলে কিছুটা হলেও দক্ষিণবঙ্গে বর্ষার ঘাটতি মিটবে বলেই অনুমান করছেন আবহাওয়াবিদরা।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ, সোমবার আলিপুরদুয়ার ও কোচবিহারের কোনও কোনও জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পরবর্তী ২৪ ঘণ্টা অর্থাৎ ২ অগাস্ট মঙ্গলবার সকালের মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ,আলিপুরদুয়ার, কোচবিহার ও ও উত্তর দিনাজপুরে ভার বৃষ্টি হতে পারে। দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আপাতত উত্তরবঙ্গের কোথাও তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, আজ, সোমবার সকালের মধ্যে বীরভূম ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টি হতে পারে। বাকি সব জেলারই কোথাও না কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পরবর্তী ২৪ ঘণ্টা অর্থাৎ ২ অগাস্ট মঙ্গলবার সকালের মধ্যে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ার কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আগামী ২৪ ঘণ্টায় দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২-৪ ডিগ্রি বেশি থাকতে পারে। তবে তারপরেই তিন দিনে তাপমাত্রা ২-৩ ডিগ্রি পর্যন্ত কমতে পারে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।
আবহাওয়া দফতরের তরফে এদিন জানানো হয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আকাশ সাধারণভাবে মেঘলা থাকার সম্ভাবনা। কোনও কোনও জায়গায় দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৪ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা থাকতে পারে সর্বোচ্চ ৯১ শতাংশ।