উত্তরবঙ্গে একটানা বৃষ্টির পর দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করেছে, জানিয়েছে আবহাওয়া অফিস। ফলে কিছুটা স্বস্তিতে দক্ষিণবঙ্গবাসী। বৃষ্টির দরুণ কমেছে তাপমাত্রাও। রবিবার সকাল থেকেই কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকায় মেঘলা আকাশ।
আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা গণেশচন্দ্র দাস জানান, দক্ষিণবঙ্গে ইতিমধ্যে বর্ষা ঢুকেছে। দুই ২৪ পরগনা, হাওড়া, পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হুগলি, নদিয়া, দুই বর্ধমান ও বীরভূমে বর্ষা এসেছে। আগামী ২ থেকে ৩ দিনে রাজ্যের সর্বত্রই পুরোপুরি বর্ষা ঢুকবে। যদিও দক্ষিণে বর্ষার প্রভাব দুর্বল, তাই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। শনিবার বৃষ্টির পরিমাণ বেশি ছিল পশ্চিম মেদিনীপুর ও দুই ২৪ পরগনাতে। রবিবার বেশি বৃষ্টি হবে মুর্শিদাবাদ, বীরভূম, মালদহ ও দুই দিনাজপুরে। তাপমাত্রা অনেকটাই কমেছে এবং এই একই তাপমাত্রা বজায় থাকবে। অন্যদিকে রবিবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গে। তবে সোমবারের পর থেকে উত্তরে বৃষ্টির পরিমাণ কমবে।
বর্ষার আগমনে হাফ ছাড়ছেন সাধারণ মানুষ। তবে এবার দক্ষিণবঙ্গে একটানা বৃষ্টি হলে চিন্তায় পড়তে হবে বলেই মনে করছেন অনেকেই। কারণ, উত্তরের বেশ কয়েকটি জেলায় ইতিমধ্যেই বর্ষায় নদীর জলস্তর বেড়েছে। বন্যার আশঙ্কা করা হচ্ছে। লাল ও হলুদ সর্তকতাও জারি হয়েছে। ফলে চিন্তাতে এবঙ্গবাসীরাও।