ফুচকা দেখলে কার না জিভে জল আসে। বিশেষ করে বাচ্চারা তো ফুচকার নামে পাগল। অথচ এই ফুচকাই যে ছোট ছোট শিশুদের নাকানি-চোবানি খাওয়াবে, তা কে জানত!
গতকাল সন্ধ্যা নাগাদ স্থানীয় এক ফুচকাওয়ালা গ্রামে এসেছিল ফুচকা বিক্রি করতে। যথারীতি হামলে পড়েছিল পাড়ার ছেলেমেয়েরা। কেউ ফুচকা, কেউ চুরমুরে ছিল মজে। সন্ধ্যা পর্যন্ত তেমন কোনও উপসর্গ চোখে পড়েনি। কিন্তু রাত হতেই একে একে অসুস্থ হতে শুরু করে। কারও বমি, কারও পায়খানা, কারও মাথার যন্ত্রণা, কারও বা পেটে ব্যথা। এইভাবে প্রায় ৪০ জন ফুচকা খেয়ে অসুস্থ বলে অনুমান করছেন স্থানীয়রা। অসুস্থদের মধ্যে চারজনকে হাসপাতালে ভর্তি করা হলেও বাকিরা স্থানীয় গ্রামীণ ডাক্তারের কাছে চিকিৎসা করাচ্ছেন।
মুর্শিদাবাদের ডোমকল ব্লকের সারাংপুর গ্রাম পঞ্চায়েতের গাড়াবাড়িয়া মালতিপুর গ্রামের ঘটনা। শারীরিক অবনতি দেখে চারজনকে ডোমকল সুপার স্পেশালিস্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অভিভাবক এবং অসুস্থ শিশুরা কী বলছে, শোনা যাক..
হঠাৎ ফুচকা খেয়ে অসুস্থ হওয়ার ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে কেন এমন ঘটনা ঘটল, তা এখনও জানা যায়নি।