LATEST NEWS
28 May, 2023

Gadkari: সরকারি অনুষ্ঠানে শিলিগুড়ি এসে হঠাৎ 'অসুস্থ' নীতিন গড়করি, কেমন আছেন মন্ত্রী?
CN Webdesk      শেষ আপডেট: ২০২২-১১-১৭ ১৬:৩৫:৪১   Share:   

সরকারি অনুষ্ঠানে শিলিগুড়ি (Siliguri) এসে হঠাৎ নাকি অসুস্থ হয়ে পড়েন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি (Nitin Gadkari)। যদিও প্রাথমিক চিকিৎসার পর তিনি সুস্থ বলেই খবর। কেন্দ্রীয় মন্ত্রীর স্বাস্থ্যের খোঁজখবর নিতে মুখ্যমন্ত্রী (CM Mamata) শিলিগুড়ির পুলিস কমিশনার অখিলেশ চতুর্বেদীকে দায়িত্ব দেন।  জানা গিয়েছে, চিকিৎসক পিডি ভুটিয়া তাঁর চিকিৎসা করেন। জানা গিয়েছে, রক্তে সুগারের তারতম্যের জন্যই হয়তো অসুস্থ হতে পারেন তিনি। তবে চিকিৎসক এই বিষয়ে কোনও নিশ্চয়তা দেয়নি। তাঁর আগামি কর্মসূচির ভবিষ্যৎ কি এখনও স্পষ্ট নয়। এদিন শিলিগুড়ির দাগাপুরের অনুষ্ঠানে মূল মঞ্চেই নাকি অসুস্থ বোধ করায় তাঁকে পাশের গ্রিনরুমে নিয়ে যাওয়া হয়েছিল প্রাথমিক চিকিৎসার জন্য। ডেকে পাঠানো হয়েছিল চিকিৎসককে পিডি ভুটিয়াকে। 

চিকিৎসক পিডি ভুটিয়া বলেন, 'আমি পরীক্ষা করে যা বুঝেছি সুগার কমেনি।  উনি ভালো আছেন। অনেকক্ষণ ধরে রোদে দাঁড়িয়ে বক্তৃতা দেওয়ার জন্য পরিশ্রম হওয়ায় সামান্য অসুস্থ বোধ করতে পারেন। কেন্দ্রীয় মন্ত্রীর জেড প্লাস নিরাপত্তা থাকায় একটা প্রোটোকল আছে, আমি সেই প্রোটোকল মেনে হেলথ চেকআপ করে গেলাম। ইসিজি রিপোর্ট ঠিক আছে।'  মন্ত্রী মশাই সুগার, প্রেশারের ওষুধ নিয়মিত খান। আমি শুধু বিশ্রামের পরামর্শ দিয়েছি, জানান চিকিৎসক ভুটিয়া। কেন্দ্রীয় মন্ত্রী মঞ্চ থেকে নেমে ভিডিও কনফারেন্সিংয়ে যোগ দিয়েছেন। এখন উনি সম্পূর্ণ সুস্থ রয়েছেন এবং ডালখোলার অনুষ্ঠানে হয়তো মন্ত্রীজি ভিডিও কনফারেন্সের মাধ্যমে থাকবেন। এমনটাই সংবাদ মাধ্যমকে জানান বিজেপি সাংসদ রাজু বিস্ত।

Ad code goes here

সাংসদ বিস্তা বলেন, 'নীতিন গড়করিজি এখন সম্পূর্ণ সুস্থ আছেন। জেড প্লাস নিরাপত্তা পান, উনার সুগার আছে। তাই খাওয়ার আগে উনার সুগার চেক করে নিতে হয়। সুগার এখন নিয়ন্ত্রণে আছে, বাকি প্যারামিটার ঠিক আছে। ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে দিল্লির একটা অনুষ্ঠানে যোগ দিয়েছেন।' জানা গিয়েছে, কেন্দ্রীয় মন্ত্রীর রক্তচাপ, ইসিজি সংক্রান্ত সব রিপোর্ট স্বাভাবিক।

Ad code goes here

Ad code goes here

Ad code goes here

Follow us on :