দিঘায় বেড়াতে গিয়ে ফের মর্মান্তিক ঘটনা। সমুদ্রে স্নান করার সময় বজ্রাঘাতে মৃত্যু হল দুই পর্যটকের। পর্যটকরা হলেন সুগম পাল, বয়স ২৪ এবং অপরজন শুভজিৎ পাল, বয়স ২৫। এরা উত্তর ২৪ পরগনা থেকে এসেছিলেন, কল্যাণী থানা এলাকার বাসিন্দা। আজ বিকাল নাগাদ যখন বন্ধু-বান্ধবদের সঙ্গে ক্ষণিকা ঘাটে স্নান করছিলেন, এমন অবস্থায় আচমকা বাজ পড়ে দুজনের উপরে। আশঙ্কাজনক অবস্থায় এঁদের দিঘা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা দুজনকেই মৃত ঘোষণা করেন।
কাছ থেকে গোটা ঘটনা দেখেছেন এবং নিজেও আঘাত পেয়েছেন, এমন একজন প্রত্যক্ষদর্শী কী বলছেন শোনা যাক।