আসন্ন পুরভোটের তোড়জোড় শুরু। প্রচারে (campaign) নেমে পড়েছে শাসকদল তৃণমূল(trinamul)। তবে এবার তৃণমূলের প্রার্থী(candidate) তালিকা বিভ্রাটের ফলে একই ওয়ার্ডে একসঙ্গে প্রচার শুরু করলেন দুই তৃণমূল প্রার্থী। যা নিয়ে ধন্দে এলাকাবাসী।
মেদিনীপুর পৌরসভার অন্তর্গত ১৪ নং ওয়ার্ডে চলছে জোরকদমে প্রচার। একদিকে তৃণমূলের প্রথম প্রার্থী তালিকা অনুযায়ী প্রচারে নেমে পড়েছেন ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর বিশ্বেশ্বর নায়েকের স্ত্রী অর্পিতা রায় নায়েক। অন্যদিকে একই সঙ্গে দ্বিতীয় তালিকা অনুযায়ী ১৪ নম্বর ওয়ার্ডে দেওয়াল লিখন (wall writing) থেকে বাড়ি বাড়ি ভোট প্রচার শুরু করে দিলেন আরও এক প্রার্থী সংঘমিত্রা পাল। ফলে এনিয়ে ওয়ার্ডের সাধারণ ভোটাররা পড়েছেন ধন্দে।
প্রথম তালিকার তৃণমূল প্রার্থী অর্পিতা রায় নায়েকের সমর্থনে ওয়ার্ড যুব তৃণমূল সভাপতি অপরেশ পাল জানান, জেলা নেতৃত্বের নির্দেশ অনুযায়ী তাঁরা দলীয় প্রার্থীকে নিয়ে প্রচার শুরু করেছেন। তবে তৃণমূলের নামে যদি অন্য কেউ প্রচার করে, সে বিষয়ে দলের জেলা নেতৃত্ব পদক্ষেপ নেবে। অন্যদিকে দ্বিতীয় তালিকার তৃণমূল প্রার্থী সংঘমিত্রা পালের বক্তব্য, দলের তালিকা প্রকাশ হয়েছে। তাঁদের দলের রাজ্য নেতৃত্বের স্বাক্ষর ও স্ট্যাম্প রয়েছে। তাই দলীয় নির্দেশ মেনেই ওয়ার্ডের তৃণমূল নেতৃত্ব ও কর্মীদের নিয়ে ভোট প্রচার শুরু করেছেন তিনি।
যদিও এ বিষয়ে পশ্চিম মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি সুজয় হাজরাকে ফোনে জিজ্ঞাসা করা হলে তিনি পরিষ্কার জানিয়ে দেন, ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী সংঘমিত্রা পাল।
একদিকে রাজ্যের বিভিন্ন প্রান্তে তৃণমূলের প্রার্থী তালিকা নিয়ে একাংশের ক্ষোভ দেখা দিয়েছে। অন্যদিকে একই এলাকায় দুজন প্রার্থীর নামের তালিকা প্রকাশ হওয়ায় বিভ্রান্তি ছড়াচ্ছে। এর ফলে ভোটে দল কি অস্বস্তিতে, প্রশ্ন ওয়াকিবহাল মহলের।