শুধুমাত্র সন্দেহের বশেই দুই কিশোরের এমন হাল দেখে চক্ষু চড়কগাছ স্থানীয়দের। দুই কিশোরকে লোহার শিকল দিয়ে কড়া রোদে বেঁধে রেখে দেওয়া হল শাস্তি। দুই কিশোরের বিরুদ্ধে অভিযোগ, তারা লোহার রড় চুরি করেছে। যদিও তা প্রমাণিত নয়। খবর পেয়ে তড়িঘড়ি স্থানীয়দের তত্পরতায় ও গাইঘাটার পুলিস প্রশাসনের সহযোগিতায় উদ্ধার করা হয় তাদের। নৃশংস এই ঘটনার সাক্ষী থাকলেন উত্তর ২৪ পরগণার চাঁদপুর ঢাকুরিয়া এলাকাবাসী।
স্থানীয় সূত্রে খবর, শনিবার দুপুরে একজনের বাড়ির লোহার রড খোয়া যায়। এরপরই ওই দুই কিশোরকে কড়া রোদের মধ্যে শিকল দিয়ে বেঁধে রাখেন অভিযুক্ত মৌসুমী দাস। এই খবর স্থানীয়রা পেতেই তড়িঘড়ি যান সেখানে। তাঁরা খবর দেন পুলিসে। পুলিস এসে তাদের উদ্ধারের পাশাপাশি অভিযুক্তদের আটক করে নিয়ে যায়।
স্থানীয়দের অভিযোগ, অভিযুক্তদের সঙ্গে কথা বলতে গেলে তাঁরা দুর্ব্যবহার করার পাশাপাশি দুই কিশোরকে খুলতে অস্বীকার করে। এরপরই তাঁরা পুলিসে খবর দেন।