২৯ মার্চ, ২০২৪

Dinajpur: ৩৪ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা, লরির ধাক্কায় মৃত ২! ব্যাপক যানজট
CN Webdesk      শেষ আপডেট: 2023-03-21 16:11:06   Share:   

পথ দুর্ঘটনা। লরির ধাক্কায় মৃত্যু (Death) দু'জনের। ঘটনাটি ঘটেছে উওর দিনাজপুর (Uttar Dinajpur) জেলার করণদিঘী থানার অন্তর্গত টুঙ্গিদিঘী এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কে। দুর্ঘটনার জেরে ৩৪ নম্বর জাতীয় সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি। ঘটনাস্থলে এসে পৌঁছয় করণদিঘী থানার (Karandighi Police) পুলিস। তবে ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে করনদিঘী থানার পুলিস।

একজন মৃতের পরিবারের সদস্য জানিয়েছেন, সোমবার রাত ৯টা নাগাদ টুঙ্গিদিঘী জাতীয় সড়কে উপর দিয়ে সাইকেল নিয়ে কাজ সেরে বাড়ি ফিরছিলেন দু'জন। পিছন দিক থেকে আসা একটি লরি তাঁদের ধাক্কা মারলে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই দু'জন সাইকেল আরোহীর। পরিবারের দাবি, প্রশাসনের কাছে আবেদন রাস্তার ফুটপাতের উপর রাখা এই ইট, বালি তাড়াতাড়ি স্থানান্তর করার ব্যবস্থা করা হোক।  

পুলিস সূত্রে খবর, মৃত একজনের বাড়ি টুঙ্গিদিঘীর পার্শ্ববর্তী জোলকা সাদিপুর গ্ৰামে। তবে অন্য জনের নাম পরিচয় এখনও জানা যায়নি। মৃতদেহ দুটি উদ্ধার করে করণদিঘী গ্ৰামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ময়নাতদন্তের জন্য। তবে ঘটনায় ঘাতক লরিটি পলাতক। 


Follow us on :