তৃণমূল কংগ্রেসে সাংগঠনিকস্তরে ব্যাপক রদবদল করা হল।
কোচবিহারের জেলা সভাপতির পদ থেকে সরানো হল পার্থপ্রতিম রায়কে। তার বদলে জেলা সভাপতি হলেন অভিজিত দে ভৌমিক।
দক্ষিণ দিনাজপুরের নতুন জেলা সভাপতি হলেন মৃণাল সরকার। এই পদে আগে ছিলেন উজ্জ্বল দে বসাক।
ব্যারাকপুর সাংগঠনিক জেলা সভাপতির পদ থেকে বাদ পড়লেন পার্থ ভৌমিক। নতুন সভাপতির নাম পরে ঘোষণা করা হবে। বারাসত জেলার সভানেত্রী হলেন কাকলী ঘোষ দস্তিদার।
হুগলির শ্রীরামপুর জেলা সভাপতি পদে রদবদল। জেলা সভাপতি পদ থেকে সরানো হল স্নেহাশিষ চক্রবর্তীকে। তাঁর জায়গায় জেলা সভাপতি হলেন অরিন্দম গুঁই।
পশ্চিম বর্ধমান জেলা সভাপতি পদ থেকে সরানো হল বিধান উপাধ্যায়কে। নতুন সভাপতির নাম পরে ঘোষণা করা হবে।
বনগাঁয় গোপাল শেঠকে সরিয়ে সভাপতি করা হল বিজেপি থেকে আশা বিশ্বজিৎ দাসকে।
ঝাড়গ্রাম জেলা সভাপতি বদল। দেবনাথ হাঁসদাকে সরিয়ে ফের নিয়ে আসা হল দুলাল মূর্মূকে।
ফের তৃণমূল কংগ্রেসে ফিরল কো-অর্ডিনেটর পদ। পশ্চিম মেদিনীপুরের কো-অর্ডিনেটর হলে অজিত মাইতি।