ফের শাসকদলের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে। সাত সকালেই রাজ্য সরকারের দুয়ারে রেশন (duare ration) ঘিরে রণক্ষেত্রের চেহারা নিল দেগঙ্গার (deganga) উত্তর চাঁদপুর এলাকা। ঘটনাস্থলে পুলিস লাঠি উঁচিয়ে দুই পক্ষকে তাড়া করে। আহত (injured) পঞ্চায়েত সদস্যসহ দুই পক্ষের ১০ জন।
জানা যায়, শাসকদলের দুই গোষ্ঠী আদি ও নব্য তৃণমূলের মধ্যে গণ্ডগোলের সূত্রপাত। আদি তৃণমূলের দাবি, তাঁদের রেশন সামগ্রী দেওয়া হচ্ছে না। অভিযোগ, নব্য তৃণমূল কর্মীদের রেশন সামগ্রী দেওয়া হচ্ছে। তা নিয়ে ডিলারকে রেশন সামগ্রী দেওয়ার জন্য ফোন করে আদি তৃণমূল কর্মীরা। কেন ফোন করা হয় ডিলারকে, তা নিয়ে প্রশ্ন ওঠে আর তা নিয়েই গণ্ডগোল। প্রথমে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়, সেই বচসা থেকেই শুরু হয় হাতাহাতি। এরপর এক পক্ষ আরেক পক্ষের উপরে লাঠি, বাঁশ, ইট নিয়ে হামলা করে। ঘটনায় দুই পক্ষের এখনও পর্যন্ত পঞ্চায়েত সদস্যসহ ১০ জন গুরুতর জখম। তাঁদের চিকিত্সার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
খবর পেয়ে দেগঙ্গা থানার বিশাল পুলিসবাহিনী আসে। পুলিস দুই পক্ষকে লাঠি উঁচিয়ে ধাওয়া করে। এলাকায় ব্যাপক উত্তেজনা।