সাত সকালেই নেশাগ্রস্ত অবস্থায় রোগী দেখছেন একজন চিকিৎসক। সেই সঙ্গে অশ্রাব্য ভাষায় গালিগালাজ রোগী ও তাঁর আত্মীয়দের। এই ঘটনাই ডেকে আনল বিপদ। কিন্তু যিনি প্রাণ বাঁচান, তাঁর এমনও রূপ হতে পারে, তা ভেবেই অবাক এলাকাবাসী। ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর থানা এলাকার লস্করপুরের। তবে এখানেই তাঁর বিরুদ্ধে অভিযোগ শেষ হয়নি। অভিযোগ, তিনি একজন ভুয়ো ডাক্তার। ঘটনার পরই গ্রেফতার ওই ভুয়ো চিকিৎসক।
স্থানীয় সূত্রে খবর, ভুয়ো চিকিৎসকের নাম অশোক মণ্ডল। তাঁর বিরুদ্ধে অভিযোগ, আলিপুরদুয়ারের এক চিকিৎসক মোহিতকুমার সাঁতরার রেজিস্ট্রেশন জাল করে চিকিৎসা করছিলেন তিনি। প্রায় আড়াই বছর ধরে এখানেই বসবাস। কোভিডের সময় এলাকার বাসিন্দাদেরও চিকিৎসা করেছেন বলে স্থানীয়রা জানান। এলাকাতেই একটি বাড়ি ভাড়া নিয়ে সেখানে লাইফ ক্লিনিক নামে একটি সেন্টার খুলেছিলেন। সেখানেই এই ঘটনা ঘটে বলে অভিযোগ। জানা যায়, চিকিৎসা করার পাশাপাশি ডেথ সার্টিফিকেটও দিতেন অভিযুক্ত। অভিযুক্তকে আজই বারুইপুর মহকুমা আদালতে পেশ করে নরেন্দ্রপুর থানার পুলিস।