এতদিন বন্ধ ছিল সমুদ্রে মাছ ধরতে যাওয়া। কারণ, মাছের ডিম এলে মাছ ধরা সরকারি তরফ থেকে বন্ধ করে দেওয়া হয়। সম্প্রতি সেই সরকারি নিষেধাজ্ঞা উঠেছে। সমুদ্রে নেমেছেন মৎস্যজীবিরা। কিন্তু এবার তাতেই বিপত্তি। বঙ্গোপসাগরে ট্রলার ডুবির ঘটনা। ১৪ তারিখ কাকদ্বীপ থেকে ট্রলারটি যায় মাছ ধরতে। কিন্তু ছাইমাড়ি দ্বীপের কাছে সেটি ডুবে যায়। মূলত, আবহাওয়ার পরিস্থিতি খারাপ থাকাতেই এই দুর্ঘটনা, মনে করছেন অনেকেই।
প্রাথমিক সূত্রে জানা যায়, ট্রলারটির নাম এফ বি স্বর্ণময়ী। আরও জানা যায়, ট্রলারের ইঞ্জিনে হোস্ট কেটে জল ঢোকে। ঘটনাস্থলে ১৮ জন মৎস্যজীবী ছিলেন। আশেপাশে থাকা ট্রলারের অন্যান্যরা মৎস্যজীবীদের উদ্ধার করেন। তবে উদ্ধার করা যায়নি ট্রলারটিকে। কাকদ্বীপ থেকে ১০০ কিলোমিটার দূরে ট্রলারটি ডুবে যায়। ঘটনায় ইঞ্জিনটি বিকল হয়ে পড়ে। পরে জল ঢুকলে ডুবে যায় ট্রলারটি।