মর্মান্তিক ঘটনা। বাড়িতে জিমনাস্টিক (gymnastic) প্রশিক্ষণ করতে গিয়ে গলায় ওড়না জড়িয়ে মৃত্যু (death) হল ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীর। ঘটনাটি উলুবেড়িয়ার (uluberia) লতিবপুর এলাকার। শোকের ছায়া পরিবার সহ এলাকায়।
স্থানীয় সূত্র মারফত জানা গেছে, প্রতিদিনের মতো আজ সকালেও বাড়িতে সে তার ঘরে জিমনাস্টিক প্রশিক্ষণ করছিল। সেই সময় কোনও কারণে অসাবধানতায় গলায় থাকা ওড়নাটি হঠাৎই জড়িয়ে যায়। তবে তা টের পাননি পরিবারের সদস্যরা। অনেকক্ষণ ধরে তার কোনও আওয়াজ না পাওয়ায় তাঁদের সন্দেহ হয়। এরপরই সেই ঘরে গিয়ে দেখা যায়, ঘরের মধ্যে লুটিয়ে পড়ে আছে ওই ছাত্রী। মা তাকে উঠিয়ে বসান। হাতে, মুখে জল দেন। কিন্তু তাতেও লাভ হয়নি। আস্তে আস্তে লুটিয়ে পড়তে থাকে সে। তড়িঘড়ি তাকে উলুবেড়িয়া হাসপাতালে (uluberia hospital) নিয়ে আসা হয়। তবে সেখানে চিকিৎসকরা তাকে দেখে মৃত বলে ঘোষণা করেন।
পরিবার সূত্রে খবর, ছাত্রীর নাম শ্রেয়শী মেটে। বয়স ১২ বছর। সে উলুবেড়িয়া বীণাপাণি স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্রী। সে ছোট থেকেই জিমনাস্টিকে বেশ দক্ষ ছিল। নিজেকে আরও দক্ষ করতেই সে প্রতিদিন প্রশিক্ষণ নিত।