২৫ এপ্রিল, ২০২৪

Snowfall: রডোড্রেনড্রনকে দোসর করে বরফে মোড়া দার্জিলিং, আপ্লুত পর্যটকরা
CN Webdesk      শেষ আপডেট: 2023-03-21 09:56:48   Share:   

বহুদিন পর রডোড্রেনড্রন ফুল-সহ বরফ দেখল দার্জিলিং (Darjeeling Tourism)। দার্জিলিং নাম শুনলেই কম বেশি সব বাঙালির মনেই একটু ভাব জাগে। তাও যদি দার্জিলিংয়ে বরফ (Snow Fall) পড়ে। কনকনে ঠাণ্ডা, তার মধ্যেও কাছাকাছি বরফের স্বাদ পেতে দার্জিলিং ছুটে যায় কিছু পাহাড়প্রেমী। আগামীকালই আবহাওয়া দফতর জানিয়েছিল, পাহাড়ে এখনি বৃষ্টি বন্ধ হচ্ছে না। এই বৃষ্টি চলবে বুধবার পর্যন্ত। দার্জিলিং, কালিম্পঙ-সহ (Darjeeling-Kalimpong) উত্তরের জেলাগুলিতে গত দু'দিন ধরেই বৃষ্টি হচ্ছে বলেই খবর।  

রবিবার শীত মরশুমের বিদায়বেলায় শ্বেতশুভ্র বরফ দেখেছে দার্জিলিং। অর্থাৎ দার্জিলিং জেলার তথা পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ সান্দাকফুর বাড়িঘর, রাস্তাঘাট, সবকিছুই ঢেকেছে বরফে। দার্জিলিংয়ের একটি বিস্তীর্ণ অঞ্চলজুড়ে রয়েছে সিঙ্গালিলা ন্যাশনাল পার্ক। মার্চ মাসের মাঝামাঝিতে সামান্য তাপমাত্রা বাড়লে সিঙ্গালিলার নিচের দিকে ফোটা শুরু হয় রডোড্রেনড্রন ফুল। নিয়মমতো টংলু, টুমলিং, ধোত্রে, রাম্মাম, সামানদেন, গোর্খে, শ্রীখোলা এলাকায় ফুটে থাকতে দেখা যায় লাল-সাদা রঙের ভীষণ রকম বিচিত্র এই রডোড্রেনড্রন ফুল। 

এরপর মার্চের শেষের দিকে যখন আবহাওয়া আরও স্পষ্ট হয়, অর্থাৎ সামান্য ঠান্ডা কমলে সান্দাকফু, ফালুট এই এলাকাগুলিতেও কুড়ি থেকে ফুল ফুটতে শুরু করে। এবার আগেভাগে মার্চের শুরু থেকেই তাপমাত্রা হঠাৎই একটু বেড়ে যাওয়ায়  শ্রীখোলা, গোর্খে, সামানদেন, টংলু, টুমলিং এলাকাগুলিতে রডোড্রেনড্রন ফুটতে শুরু করেছিল। 

প্রকৃতির লীলায় মার্চের শেষে শীত মরশুমের বিদায় বেলায় সান্দাকফু-ফালুট, টংলু, টুমিলিং-সহ মানেভঞ্জনের নিকট দার্জিলিংয়ের বিস্তীর্ণ এলাকা ঢেকেছে বরফে। যার ফলে রডোড্রেনড্রন ফুল ফুটে থাকার পরে বরফের ছোয়ায় একই ঢিলে দুই পাখি পেয়েছেন দার্জিলিংয়ের আসা পর্যটকরা।


Follow us on :