২৩ এপ্রিল, ২০২৪

Tiger: হেমন্তের সুন্দরবনে রয়্যাল বেঙ্গল দর্শন, নদীয়ার রাস্তায় কুমির দেখে আতঙ্কিত স্থানীয়রা
CN Webdesk      শেষ আপডেট: 2022-10-29 16:53:09   Share:   

শীত (winter) শুরু হতে না হতেই সুন্দরবনের (Sundarbans) জঙ্গলে দেখা মিলল রয়েল বেঙ্গল টাইগারের (Royal Bengal Tiger)। শুক্রবার কলকাতা থেকে এক দল পর্যটক সুন্দরবন বেড়াতে আসেন। সেখানে যাদবপুর (Jadavpur) থেকে বেড়াতে আসেন ১৭ জনের দল। ভ্রমনে বেড়িয়েই দেখা মেলে জলজ্যান্ত দুটি রয়েল বেঙ্গলের। যেই দেখা সেই তার ছবি ক্যামেরাবন্দি করেন পর্যটকরা। গত বছর শীতের মরশুমে একাধিকবার জঙ্গলে দক্ষিণরায়ের দেখা মিলেছিল। শীতের আমেজ আসতে না আসতেই আবারও রয়েল বেঙ্গল দর্শনে পর্যটকরা খুশি। তবে এবার বাড়তি পাওনা জোড়া বাঘের। নদীর চড়ে দুই বাঘের লড়াই। প্রায় ২ মিনিটের সেই ছবিই ক্যামেরাবন্দি হয়।

অন্যদিকে, কুমিরাতঙ্ক গ্রাস করেছে নদিয়াবাসীদের। নদিয়ার নাকাশিপাড়া কাশিয়াডাঙায় রাস্তার উপর একটি প্রকাণ্ড কুমির দেখে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। প্রসঙ্গত, বলা যায় বেশ কয়েক মাস ধরেই একটি কুমিরকে দেখা যাচ্ছে এই এলাকায়। এর আগে ধুবুলিয়ায় তারপরে চরকুর্মীর ঘাটে। দিন ৫-৬ আগে একটি কুমির দেখা যায় আবার ভাগীরথীর তীরে। কিন্তু এরপর শনিবার ফের স্থানীয়রা কাশিয়াডাঙ্গা জল প্রকল্পের কাছে রাস্তার উপরে  কুমিরটিকে দেখতে পেয়ে আত্মরক্ষার জন‍্য সকলে মিলে বেঁধে ফেলে। খবর যায় বন দফতরের কাছে। এরপর বনদফতরের কর্মীরা গিয়ে কুমিরটিকে উদ্ধার করে।


Follow us on :