অন্ধ্র উপকূলে শক্তি হারিয়ে এই মুহূর্তে নিম্নচাপে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় অশনি (Cyclone Ashni)। এর জেরে অন্ধ্রপ্রদেশে (Andhra Pradesh) হালকা থেকে মাঝারি, কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টির (Rain) পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফ থেকে। রায়ালসলীমার কোনও কোনও জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাসও দেওয়া হয়েছে। আগামী ২৪ ঘন্টায় উপকূলে ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।
অন্যদিকে রাজ্যে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের (North Bengal) বিভিন্ন জেলায় আজ, শুক্রবার বজ্র-বিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মালদহ (Maldah)এবং দক্ষিণ দিনাজপুর জেলার বেশ কিছু অংশে ৪০-৫০ কিমি প্রতি ঘণ্টা বেগে ঝড় বইতে পারে। এছাড়াও ঝড়-বৃষ্টির হতে পারে কোচবিহার, উত্তর দিনাজপুর, আলিপুরদুয়ার, দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলাতেও।
আবহাওয়া দফতরের (Meteorological Department )পূর্বাভাস অনুযায়ী, আজ থেকে দক্ষিণবঙ্গের সবকটি জেলার কোথাও না কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে পূর্ব বর্ধমান, বীরভূম(Birbhum), মুর্শিদাবাদ এবং নদিয়া(Nadia) জেলায় শনিবার থেকে হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।