২৫ এপ্রিল, ২০২৪

Murder: নৈহাটিতে তৃণমূলকর্মী খুনে আমডাঙায় ধৃত তিন, উদ্ধার আগ্নেয়াস্ত্র
CN Webdesk      শেষ আপডেট: 2022-10-31 12:47:21   Share:   

নৈহাটি (Naihati) শিবদাসপুর থানার জাকির হোসেন হত্যাকাণ্ডের অবশেষে গ্রেফতার (arrest) তিনজন। পুলিস (police) সূত্রে খবর, ধৃতরা হল আসিবুর রহমান ওরফে বাচ্চা (শিবদাসপুরের বাসিন্দা), ফারুখ হোসেন (আমডাঙার বাসিন্দা), তাপস দে ওরফে টুবাই (জগদ্দলের বাসিন্দা)। গ্রেফতার হওয়া ব্যক্তিদের কাছ থেকে দুটি আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করে পুলিস। একটি ৭ এমএম পিস্তল (pistol) এবং একটি ওয়ান শাটার দেশী বন্দুক (gun)। সঙ্গেই দুটি তাজা বোমা (bomb) উদ্ধার করেছে পুলিস। প্রাথমিক তদন্তে পুলিসের অনুমান, জমি সংক্রান্ত বিবাদের জেরেই এই খুন। অন্যদিকে অভিযোগ উঠেছে হুমকির।

পরিবারের অভিযোগ, খুনের পরেই রাত ৯ টায় জাকির হোসেনের পরিবারের এক সদস্যকে মেসেজ পাঠিয়ে হুমকি দেয় ধৃত বাচ্চা। এদিকে, সিএন-এর খবরে সিলমোহর দিলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। সিএন প্রথম দেখিয়েছিল হিরোইন ব্যবসা করত আশিবুর রহমান ওরফে বাচ্চা। সেই ব্যবসায় বাধা হয়ে দাঁড়িয়েছিল জাকির। যার ফলেই পরিকল্পনামাফিক তাঁকে খুন করা হয়। 


Follow us on :