শনিবারের পর ফের রবিবার। পূর্ব মেদিনীপুরের ময়না থানার বাকচা গ্রাম পঞ্চায়েত এলাকায় একের পর এক বোমা উদ্ধার। দু-দিনে মোট ১৯টি প্লাস্টিকের ড্রামে হাজার পিসের বেশি বোমা উদ্ধার করে পুলিস। শনিবার ১২ টি ড্রামে ৮০০ টি বোমা উদ্ধার হয়। বোমাগুলি উদ্ধার হয় হোগলা বন থেকে। শনিবার রাত থেকেই ওই এলাকায় পুলিসের ক্যাম্প বসানো হয়েছে। এলাকা থমথমে। ২ জনকে আটক করেছে পুলিস। আজ বম্ব স্কোয়াড এসে উদ্ধার হওয়া বোমাগুলি নিস্ক্রিয় করে।
শনিবার উদ্ধার হওয়া বোমাগুলি নিস্ক্রিয় করার সময় ময়না থানার পুলিস বিশেষ সূত্রে খবর পেয়ে গড়ামালে অভিযান চালিয়ে বাঁশবাগান ও পান বরোজ থেকে ৭ ড্রাম বোমা উদ্ধার করে।
তবে কে বা কারা বোমাগুলি মজুত করেছিল, তা খতিয়ে দেখছে পুলিস। মুখ্যমন্ত্রী রাজ্যজুড়ে ব্যাপক তল্লাশি অভিযানের ওপর জোর দিয়েছিলেন। বিভিন্ন জায়গায় সেই অভিযানও চলেছে। কিন্তু তারপরেও এত বোমা? স্বাভাবিকভাবেই পুলিসি সক্রিয়তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।