এতদিন বিভিন্ন এয়ারপোর্টে যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে বানানো হয়েছিল লাউঞ্জ। যা সাধারণত যাত্রীরা বিশ্রাম বা খাওয়াদাওয়ার জন্য ব্যবহার করতেন। তবে এবার যাত্রীদের সুবিধার্থে হাওড়া স্টেশনেই চালু হল এগজিকিউটিভ লাউঞ্জ। শুক্রবার বিকেলে এই লাউঞ্জের শুভ সূচনা করেন হাওড়া ডিভিশনের ডিআরএম মনীশ জৈন।
এদিন মণীশ জৈন জানান, হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্সে অত্যাধুনিক এই লাউঞ্জে থাকছে যাত্রীদের বিশ্রাম নেওয়ার জন্য থাকার বিশেষ ব্যবস্থা। রেলের জায়গায় টেন্ডার ডেকে একটি বেসরকারি সংস্থাকে এই লাউঞ্জ তৈরি ও পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে, যা নয় বছরের জন্য।
সংস্থার পক্ষ থেকে অন্যতম ডিরেক্টর তমাল চক্রবর্তী জানান, পঞ্চাশ টাকা প্রবেশমূল্য দিয়ে যাত্রীরা এখানে প্রবেশ করতে পারবেন। বিশ্রাম নেওয়ার জন্য ডাবল বেড ও ডরমেটরি থাকছে। থাকছে বসার বিশেষ ব্যবস্থাও। এছাড়া বিভিন্ন খাবার পাওয়া যাবে এই লাউঞ্জে। দাম একেবারেই মধ্যবিত্তের নাগালের মধ্যেই।