আপনি একাই গরমে হাঁসফাঁস করছেন, তা নয়। ওরাও তীব্র গরমে একেবারে কাবু। ওরা বন্যপ্রাণ। না, ওদের জন্য নেই কোনও শীতাতপ নিয়ন্ত্রিত ঘর। নেই কোনও পাখার বন্দোবস্ত। ওরা প্রকৃতির কোলে হাওয়া খেয়ে বেড়ায়। কিন্তু সেই হাওয়াই যে ভয়ংকর গরম। আর যে পারা যাচ্ছে না। ঠাণ্ডা চাই দাবিতে আন্দোলন করবে নাকি বন্যপ্রাণরা?
না, কোনও রকম আন্দোলনের প্রয়োজন নেই। শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্ক কর্তৃপক্ষ ওদের ঠাণ্ডার আমেজ দিতে ব্যবস্থা করেছে। গরমের দাবদাহ থেকে প্রাণীদের মুক্তি দিতে একাধিক পন্থা অবলম্বন করা হয়েছে সাফারি পার্ক কর্তৃপক্ষের তরফে। একদিকে যেমন রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য শেল্টারের ভেতরেই বরফের চাঁই দেওয়া হয়েছে, অন্যদিকে তৈরি করা হয়েছে ঝর্ণা। থাকছে হাতিদের জন্য কৃত্রিম পুকুর। তবে শুধু রয়্যাল বেঙ্গল টাইগারের জন্যেই নয়। বিশেষ বন্দোবস্ত রয়েছে লেপার্ড, হিমালয়ান ব্ল্যাক বিয়ার, হাতি সহ অন্যান্য প্রাণিদের জন্যেও।
পাশাপাশি বেঙ্গল সাফারি পার্কের অন্দরে থাকা পশু-পাখিদের খাদ্যাভাসেও কিছুটা পরিবর্তন আনা হয়েছে গরমের কথা মাথায় রেখেই। লেপার্ডের জন্য বরাদ্দ হয়েছে জীবন্ত মাছ।
এবার খুব খুশি ওরা। ঠাণ্ডা জলের ধারায় অবগাহনে প্রাণের আরাম মিলছে বৈকি।