LATEST NEWS
29 May, 2023

weather update: রেহাই নেই কালীপুজোতেও, পরপর দুটি ঘুর্ণিঝড়ের সম্ভাবনা দক্ষিণবঙ্গে
CN Webdesk      শেষ আপডেট: ২০২২-১০-১৯ ০৯:০৪:৩৩   Share:   

দক্ষিণবঙ্গে (South Bengal) বুধবার সকাল থেকেই মেঘে ঢেকেছে আকাশ। কালীপুজোয় (kali puja) ফের বর্ষণের পূর্বাভাস (forecast) দিয়েছে হাওয়া অফিস। সম্ভাবনা রয়েছে পর পর দুটি ঘূর্ণিঝড়ের (Cyclone)। এদিকে, উত্তরবঙ্গে (North Bengal) রোদ ঝলমলে আকাশ। বৃষ্টির (rain) সম্ভাবনা নেই। হাওয়া অফিস থেকে জানানো হয়েছে, ইতিমধ্যেই পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। সেটি ২২ অক্টোবর অর্থাৎ শনিবার ঘূর্ণিঝড়ে পরিণত হবে। তবে তার গতিবিধি নিয়ে কোনও সুস্পষ্ট ইঙ্গিত দিতে পারেনি এখনই আবহাওয়া দফতর। অন্ধ্রপ্রদেশ, ওড়িশা না বাংলা কোন রাজ্যের উপকূলের দিকে ধেয়ে আসবে ঘূর্ণিঝড় তা এখনই স্পষ্ট নয়।

হাওয়া অফিস সূত্রে খবর, যদি নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়, তাহলে তার নামকরণ  হবে "সিতরাং"। আগে জানানো হয়েছিল, ১৪ অক্টোবর থেকে ২০ অক্টোবর পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উত্তর আন্দামান সাগরে ঘূর্ণিঝড় সঞ্চালন তৈরি হতে পারে। যেটা তীব্রতা কমিয়ে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। তবে ঘূর্ণিঝড়়ের অভিমুখ বদলে যেতেই পারে৷ পশ্চিমবঙ্গের পাশাপাশি ঘূর্ণিঝড় নিয়ে চিন্তায় রয়েছে ওড়িশাও৷

Ad code goes here

Ad code goes here

Ad code goes here

Follow us on :