১৯ এপ্রিল, ২০২৪

Weather: জানুয়ারির শেষে পারদবৃদ্ধিতে উধাও কনকনে ভাব! কবে ফিরছে শীত?
CN Webdesk      শেষ আপডেট: 2023-01-27 11:31:20   Share:   

বৃহস্পতিবার সরস্বতী পুজো সঙ্গে প্রজাতন্ত্র দিবসও। একদিকে সরকারি ছুটির দিন অন্যদিকে বাঙালির ব্যস্ততা স্কুল-কলেজ-বাড়িতে। কিন্তু পারদ ঊর্ধ্বমুখী থাকায় ছুটির দিনে খানিকটা হাঁসফাঁস অবস্থা ছিল দক্ষিণবঙ্গের। ঘরের বাইরে বেরোলে সেই পরিস্থিতি ভালোই অনুভব করা গিয়েছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্র আগেই জানিয়েছে, বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের রাতের তাপমাত্রার তেমন কোনও উল্লেখযোগ্য পরিবর্তন হবে না। উপকূলের জেলাগুলিতে তাপমাত্রা স্বাভাবিকের থেকে উপরে থাকবে। বুধবার থেকেই বঙ্গে শীতের কনকনে ভাব উধাও। কলকাতার তাপমাত্রার রেকর্ড বৃদ্ধি হয়েছে। জানা গিয়েছে আগামী দুই দিন ১৯ ডিগ্রি বা ১৯.৫ ডিগ্রি সেলসিয়াসে গিয়ে দাঁড়াবে দক্ষিণবঙ্গের সমস্ত জেলার তাপমাত্রা। যদিও ২৯ ও ৩০ তারিখ দু'দিনের জন্য সাময়িকভাবে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি নামতে পারে বলে হাওয়া অফিস সূত্রে খবর।

আলিপুর আবহাওয়া দফতর আরও জানিয়েছে, ২ ফেব্রুয়ারি থেকে ফের একবার শীত পেতে পারেন বঙ্গবাসী। উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী পাঁচ দিন তাপমাত্রায় কোনও পরিবর্তন নেই। উত্তরবঙ্গের জেলাগুলিতে আপাতত ঠান্ডা বজায় থাকলেও ধীরে ধীরে তা কমবে। আগামী ২৪ ঘণ্টায় জেলাগুলির কোনও কোনও জায়গায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।


Follow us on :